ত্বকের ট্যান দূর করতে দারুণ কার্যকরী এই সবজি, ব্যবহার করলেই ফল পাবেন হাতেনাতে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গরমে আমাদের ত্বক যতই ঢাকা থাকুক না কেন রোদের আচ লেগে ত্বক হালকা কালো হয়েছে যায়। মনে ট্যান পড়ে যায়। আমরা অনেকেই এই ট্যান তোলার জন্য অনেকে কিছু ব্যবহার করি। নানারকম ক্রিম থেকে শুরু করে, মুখের জন্য ফেসওয়াশ, ফেসপ্যাক, আবার হাতের জন্য নানা ধরনের ময়শ্চারাইজার কত কি।

তবে চিন্তার কোন কারণ নেই, আপনার ঘরেই আছে, এমন একটি জিনিস, যা ব্যবহার করল অতি সহজেই মুক্তি পাবেন আপনার এই সমস্যা থেকে। নাম শুনলেই ভাববেন, হাতের কাছে এই উপায় থাকতে, আপনি কোথায় না কোথায় ঘুরে বেড়িয়েছেন।

আলুর খোসা। এটি এমন একটি কার্যকরী উপাদান, যা চুটকিতে আপনার ত্বকের সমস্ত ট্যান দূর করে দেবে। আলুর খোঁসা ছাড়িয়ে সেটা বেটে নিয়ে রস চিপে বের করে রোজ মুখে তুলো দিয়ে নিয়ম করে মেখে আধ ঘন্টার মতন মেখে রাখতে হবে। তারপর সেটিকে ভালো করে ধুয়ে ফেলুন। তাহলেই ফল পাবেন হাতেনাতে।

নিজে উপকার পাওয়ার পর, আপনার পরিজনদের এই ওষুধের গুণাগুণ সম্পর্কে জানিয়ে দিন। তাহলে তারাও চটজলদি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, কোন রকম কেমিক্যাল ব্যবহার ছাড়াই।

X