বাংলাহান্ট ডেস্ক : তাপমাত্রার পারদ যখন উর্ধ্বমুখী, তখন পোল্ট্রি মুরগির দাম কমছে হুহু করে। মুরগির দাম কমায় যদি ভেবে থাকেন খাদ্য রসিকরা স্বস্তির নিশ্বাস ফেলছেন তাহলে কিন্তু ভুল করবেন। কারণ এই দাম কমার পিছনে রয়েছে অন্য কারণ। কেরলে মুরগির দাম কমছে তাৎপর্যপূর্ণ ভাবে, তবে এতে মোটেও খুশি নন সে রাজ্যের বাসিন্দারা।
জানা যাচ্ছে, ফের একবার বার্ড ফ্লু ছড়াচ্ছে কেরল জুড়ে। প্রায় প্রতিদিন কেরল থেকে আসছে বার্ড ফ্লুর খবর। আশঙ্কা করা হচ্ছে এই সংক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে। বার্ড ফ্লুয়ের সংক্রমণের পর তৎপর সেখানকার প্রশাসনও। বার্ড ফ্লুর খবর পাওয়ার পর পরীক্ষা করা হচ্ছে হাঁসদের নমুনা।
আরোও পড়ুন : নুসরত, মিমি, রচনা অতীত! এবার রাজনীতিতে আসছেন ঋতুপর্ণা? নিজেই জানালেন অভিনেত্রী
সরকারি আধিকারিকরা বলছেন, বার্ড ফ্লু সংক্রমণের খবর এসেছে কেরলের আলাপ্পুঝা জেলার দুটি জায়গা থেকে। এডাথওয়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এবং চেরুথানা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড থেকে এই সংক্রমণের খবর এসেছে। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ভোপালের একটি ল্যাবে। সেখানে ধরা পড়ে এই সংক্রমণ।
আরোও পড়ুন : চারিদিকে ধোঁয়া, ধোঁয়া! ব্যান্ডেল লোকালে অগ্নিকাণ্ড, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা H5N1 মিলেছে নমুনা থেকে। অনেকে তাই প্রশ্ন করছেন, এই রোগ কি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে? সংক্রমণ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিদের একাধিক দফায় আলোচনা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, র্যাপিড অ্যাকশন ফোর্স গঠন করা হচ্ছে। প্রাণী কল্যাণ দফতর সংক্রান্ত সব বিষয় দ্রুত সমাধান করা হবে এই ফোর্সের মাধ্যমে। জেলা প্রশাসন যদিও সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে বলেছে, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই কোনো। এই রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই।