ডিম দিচ্ছে না মুরগিরা, পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলেন নাজেহাল পোল্ট্রি ফার্মের মালিক

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের পুণে জেলার এক পোল্ট্রি গার্মের মালিক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। উনি অভিযোগে জানিয়েছেন যে, একটি কোম্পানি দ্বারা দেওয়া খাদ্য খাওয়ার পর ফার্মের মুরগিরা ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। বুধবার এক পুলিশ আধিকারিক এই কথা জানান।

আধিকারিক জানান যে, এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, কারণ অভিযুক্ত কোম্পানি আরও তিন থেকে চারটি পোল্ট্রি ফার্মের মালিককে ক্ষতিপূরণ দেওয়ায় সহমত হয়েছে। ওই ফার্মের মালিকরাও একই সমস্যায় ভুগছেন।

লোনি কালভোর থানার পুলিশ সুপার রাজেন্দ্র মোকশী বলেন, ‘অভিযোগকারী একজন মুরগিফার্মের মালিক। তিনি আর ওনার এলাকায় মুরগির ফার্ম চালানো কমপক্ষে আর চারজন মালিক একই সমস্যার সম্মুখীন হয়েছে। তাঁরাও আমাদের কাছে অভিযোগ দায়ের করেছেন।”

অভিযোগকারী বলেন, তাঁর পাশের জেলার আহমেদনগরের একটি কোম্পানি থেকে মুরগির খাবার কিনেছিলেন তিনি। মোকশী বলেন, ‘অভিযোগকারী জানিয়েছেন যে, ওই কোম্পানির খাবার খাওয়ার পর তাঁর ফার্মের মুরগিরা ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে।” উনি বলেন, পুলিশ এই ইস্যু নিয়ে আহমেদনগরের পশু বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর