চুপিচুপি বিয়ের পিঁড়িতে পৌষ্মিতা, আইবুড়ো নাম ঘোচালেন ‘রিমলি’র খলনায়িকা

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ায় আবারো বিয়ের সানাই। ধুমধাম করে মনের মানুষের সঙ্গে সাত পাক ঘুরে ফেললেন অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী (poushmita goswami)। তবে তিনি বেশি পরিচিত তাঁর অনস্ক্রিন চরিত্রের দৌলতে। জি বাংলার সিরিয়াল ‘রিমলি’তে নায়ক উদয়ের কাকিমার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রথমে খলনায়িকা থাকলেও সিরিয়ালের শেষের দিকে পরিবর্তন হয় তাঁর মনের।

অভিনয়ের জোরে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছেছিলেন পৌষ্মিতা। তবে সিরিয়ালটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। আর তার ঠিক আগেআগেই আইনি বিয়েটা সেরে রেখেছিলেন তিনি। অগাস্টে রেজিস্ট্রি ম‍্যারেজ সারেন পৌষ্মিতা। পাত্রীর মতো পাত্রটিও কিন্তু লাইট ক‍্যামেরা অ্যাকশনের জগতেরই। তবে তিনি ক‍্যামেরার সামনের না, পেছনের মানুষ।

273200211 1099346697513236 8220234732707415504 n 1644217890169
অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক অর্ণব রায়ের গলাতেই মালা দিয়েছেন পৌষ্মিতা। খবর বলছে, ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের মাধ‍্যমেই দুজনের আলাপ। তারপর একে একে বন্ধুত্ব, প্রেম ও অবশেষে বিয়ে। আইনি বিয়েটা আগেই সেরে রেখেছিলেন। এবার ধুমধাম করে সামাজিক বিয়েও মিটিয়ে তাঁরা।

273248999 4789373954510063 542980932836476175 n 1644217875442
বিয়েতে কার্যত ছকভাঙা সাজে দেখা মিলেছে পৌষ্মিতার। বেনারসী নয়, লাল শাড়ি ও সোনালি ব্লাউজে সেজেছিলেন তিনি। সঙ্গে সোনার বদলে জাঙ্ক জুয়েলারি। কপালেও চন্দনের কলকা নয়, বরং লাল রঙে স্বস্তিক চিহ্ন একেঁছিলেন পৌষ্মিতা। দুই পরিবার ও ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। বেশ মজা করেই বিয়ে করেছেন দুজনে। এমনকি ‘পুষ্পা’র জনপ্রিয় সংলাপেও এক্সপ্রেশন দেন পৌষ্মিতা।

273203753 4799871266793665 3627723408686077807 n 1644217900236
শুধু রিমলি নয়। শ্রীময়ী, সাঁঝের বাতি, ওগো নিরুপমা, বাঘ বন্দি খেলার মতো সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। শ্রীময়ীতে অবশ‍্য সিরিয়ালের অনেকটা পরে পা রেখেছিলেন পৌষ্মিতা। তবে তাঁর অভিনয় জনপ্রিয়তা পেতে দেরি হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর