BanglaHunt : ভারত আরও বেশি উৎসাহী ‘বালাকোট বোমা’ কিনতে। এই নিয়ে ভারতীয় বায়ুসেনা ৩০০ কোটি টাকার চুক্তি করেছে ইজরায়েলের সঙ্গে। বৃহস্পতিবার এই চুক্তি সই করা হয় দুই দেশের তরফ থেকে। ভারত এই বোমাই ব্যবহার করেছিল ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইকের সময়।
ইজরায়েল চুক্তি অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে এই স্পাইস বোমা। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট চুক্তি করা হয়েছে ১০০টি স্পাইস-২০০০ বোমার। ইজরায়েলের বরাত পেয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম বোমা তৈরির।
নরেন্দ্র মোদির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতিরক্ষা ক্ষেত্রে এটি হলো প্রথম চুক্তি। সূত্রের খবর, জরুরী কারনেই বোমা গুলি কেনা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক চাইছে, বায়ুসেনার হাতে বোমাগুলি যেন এই বছরের মধ্যেই চলে আসে।
সাধারণত ৬০ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে এই স্পাইস বোমা। এই বোমার জুড়ি মেলা ভার নির্দিষ্ট জায়গায় বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে। পাশাপাশি ক্যামেরায় ধরা পড়বে ইলেক্ট্রো অপটিক্যাল ইমেজ।