শ্রীরাম রূপে পর্দা কাঁপাতে আসছেন প্রভাস, ‘বাহুবলী’র থেকেও বহুগুণে বড় হবে ‘আদিপুরুষ’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এস এস রাজামৌলি যাদের যাদের ভাগ‍্য বদলে দিয়েছে তাদের মধ‍্যে অন্যতম প্রভাস (Prabhas)। ইন্ডাস্ট্রিতে অনেক দিন থাকলেও ‘বাহুবলী’র (Baahubali) পরেই গোটা দেশে ছড়িয়ে পড়ে তাঁর জনপ্রিয়তা। তবে তারপর থেকে একের পর এক ছবি ফ্লপ হয়েছে প্রভাসের। অবশেষে হয়তো সুদিন আসতে চলেছে সুপারস্টারের।

আগামীতে ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিতে রামের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে। আর এই ছবিটাই নাকি তাঁর কেরিয়ারের সবথেকে বড় ছবি হতে চলেছে। খবর বলছে, এখনো পর্যন্ত ভারতীয় সিনেমায় সবথেকে বেশি বাজেটের ছবি হতে চলেছে আদিপুরুষ।


রামায়ণ মহাকাব‍্যের উপরে নির্ভর করে তৈরি হচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবি। শ্রীরামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। দশাননের চরিত্রে সইফ আলি খান‌। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সীতার চরিত্রে কৃতি সানন এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন সানি সিং।

পরিচালক ওম রাউতের ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ভূষণ কুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ৫০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে আদিপুরুষ। এই ছবির ওপেনিং যে ধামাকাদার হবে তা তা সকলেই আগে থেকে জানেন। দেশের প্রতিটি হলে হাউজফুল বোর্ড ঝুলবে, এটা নিশ্চিত পরিচালক থেকে প্রযোজকরা।

তাই ছবির চাহিদার কথা মাথায় রেখেই এমন বিশাল অঙ্কের বাজেট। প্রযোজক বলেন, “টিকিটের যতই দাম হোক না কেন, দর্শকরা ছবি দেখতে আসবেই। এই ছবি লাখে একটা হতে চলেছে। তাই আমরাও চেষ্টা করব এই ছবিটাকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার।”

প্রসঙ্গত, আগামীতে আদিপুরুষ ছাড়াও ‘সালার’ ছবিতে দেখা যাবে প্রভাসকে। ছবির পরিচালনা করছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়া এই ছবিতে আর কাকে কাকে দেখা যাবে তা এখনো স্পষ্ট নয়। তবে আগামী বছর গ্রীষ্মে মুক্তি পাবে সালার।

X