বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে প্রভাসের (Prabhas) ‘রাধে শ্যাম’ (Radhe Shyam)। অথচ ছবি নিয়ে নেতিবাচক সমালোচনাই ভর্তি। প্রিয় অভিনেতার বিরুদ্ধে সমালোচনা সইতে না পেরে নিজের জীবনই শেষ করে দিলেন প্রভাসের এক অনুরাগী। নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে খবর।
এই ঘটনা অন্ধপ্রদেশের কুরনুলের তিলক নগরের বলে জানা যাচ্ছে। মৃত ব্যক্তির নাম রবি তেজা। পেশায় শ্রমিক বছর ছাব্বিশের রবি প্রভাসের অন্ধ ভক্ত ছিলেন। তাই প্রিয় তারকার ছবি সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া মেনে নিতে পারেননি তিনি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আত্মহত্যার আগে নিজের মায়ের সঙ্গে প্রভাসের ছবির এই মিশ্র প্রতিক্রিয়াগুলো নিয়েই কথা বলছিলেন রবি।
জানা যাচ্ছে, অনেকদিন অপেক্ষার পর ‘রাধে শ্যাম’ দেখে হতাশ হয়েছিলেন রবি। তাই এই চরম সিদ্ধান্ত। জানি যাচ্ছে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। তবে প্রভাস এখনো বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি।
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘রাধে শ্যাম’। হ্যাঁ, ফিল্ম সমালোচকদের মুগ্ধ করতে ব্যর্থ হয়েছে বটে ছবিটি, কিন্তু ছক্কা মেরে বেরিয়ে গিয়েছে প্রভাসের ক্যারিশ্মা। তার জেরেই উতরে গিয়েছে ‘রাধে শ্যাম’। আর শুধু উতরেই যায়নি, রীতিমতো লেটার মার্কস নিয়ে পাশ করেছে।
২০২২ এ এখনো পর্যন্ত যে কটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে ব্যবসার দিক দিয়ে সবথেকে এগিয়ে রয়েছে ‘রাধে শ্যাম’। বছরের সবথেকে বড় ওপেনিং হয়েছে রাধে শ্যামের। অর্থাৎ মুক্তির প্রথম দিনেই সবথেকে বেশি ব্যবসা করেছে এই ছবি। গোটা বিশ্ব জুড়ে মাত্র তিন দিনেই ১৫০ কোটি পেরিয়েছে রাধে শ্যামের ব্যবসা।
ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। জ্যোতিষী বিক্রমাদিত্যর চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার