রামের ভূমিকায় প্রভাসের প্রথম লুক ফাঁস, প্রথম ঝলকেই হতাশ করল বিগ বাজেটের ‘আদিপুরুষ’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মানুষ কত কিছুই না ভাবে, কিন্তু হয় আরেক। প্রভাসের (Prabhas) আগামী ছবি ‘আদিপুরুষ’ (Adipurush) এর সঙ্গেও এমনি কাণ্ড ঘটেছে। অনুরাগীরা ভেবেছিলেন এক রকম আর নির্মাতারা দেখালেন আরেক রকম। প্রভাসের প্রথম লুক দেখে মোটেই খুশি নন সিনেপ্রেমীরা।

রামায়ণ মহাকাব‍্যের উপরে নির্ভর করে তৈরি হয়েছে ‘আদিপুরুষ’ ছবিটি। রাম, সীতা, দশাননের মতো পৌরাণিক চরিত্রগুলি সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার চ‍্যালেঞ্জটা মোটেই সহজ ছিল না। কিন্তু যেদিন থেকে এই ছবির ঘোষনা হয়েছে সেদিন থেকেই অপেক্ষায় দিন গুণছিলেন সিনেপ্রেমীরা।


নেটমাধ‍্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ফ‍্যান ফিকশন ট্রেলার এবং পোস্টার। এমনকি রামের ভুমিকায় প্রভাসের লুক কেমন হতে পারে সেটা ভেবেও ফেলেছিলেন অনুরাগীরা। কিন্তু শেষমেষ যখন অভিনেতার প্রথম লুক প্রকাশ‍্যে এল তখন যেন অনুরাগীদের আশায় জল ঢেলে দিলেন নির্মাতারা।

আগামী ২ রা অক্টোবর আদিপুরুষ এর প্রথম পোস্টার এবং টিজার প্রকাশ‍্যে আসতে চলেছে। তার আগে প্রভাসের প্রথম লুক ফাঁস করলেন নির্মাতারা। রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। হাঁটু গেঁড়ে বসে আকাশের দিকে তীর ধনুক উঁচিয়ে রয়েছেন তিনি। কিন্তু প্রথম লুক অনুরাগীদের মন জয় করতে পারেনি।

টুইটে ক্ষোভ এবং বিরক্তি উগরে দিয়েছেন নেটনাগরিকরা। একজন লিখেছেন, ‘আরো ভাল পোস্টার আশা করেছিলাম। খুব সাধারণ লাগছে। প্রভাস ভক্তদের জন‍্য হয়তো ঠিক আছে, কিন্তু বাকিদের জন‍্য মোটেই ভাল নয়।’ আরেকজন লিখেছেন, ‘শুটিংয়ের সময়েই আজব লাগছিল। ভেবেছিলাম VFX দিয়ে ঠিক করে দেবে কিন্তু…’

 

এমনকি অনেকে এও লিখেছেন, এর থেকে ফ‍্যানমেড পোস্টারগুলি অনেক ভাল ছিল। আর দু দিন পরেই আদিপুরুষ ছবির অফিশিয়াল পোস্টার এবং টিজার প্রকাশ‍্যে আসবে। আপাতত তারই অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।

পরিচালক ওম রাউত নিজেই খবরটা শেয়ার করেছিলেন সোশ‍্যাল মিডিয়ায়। তিনি লিখেছিলছন, ‘আমাদের জাদুময় সফর এবার আপনাদের ভালবাসার পালা। বহু প্রতীক্ষিত আদিপুরুষ টিজার এবং প্রথম পোস্টার মুক্তি পাবে ২ রা অক্টোবর, উত্তরপ্রদেশের সরযূ নদীর ধারে অযোধ‍্যায়!’ সম্পূর্ণ ছবিটি দেখার জন‍্য অবশ‍্য এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে। আগামী বছর ১২ জানুয়ারি মুক্তি পাবে আদিপুরুষ।

সম্পর্কিত খবর

X