বাংলাহান্ট ডেস্ক: ‘বাহুবলী’ হিসেবে নিজের যে ভাবমূর্তি তৈরি করেছিলেন প্রভাস (Prabhas), পরবর্তীকালে তা ধরে রাখতে এক রকম ব্যর্থই হয়েছেন তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার হিসেবে উত্থান হয়েছিল তাঁর। পরপর অনেকগুলো ছবিতেই অভিনয় করেছেন তিনি। কিন্তু তার মধ্যে সফল ভাবে ব্যবসা কটা ছবি করতে পেরেছে তা হাতে গুনে বলে দেওয়া যাবে। এমন পরিস্থিতিতে প্রভাসের তরফে একটা অন্তত হিট ছবি পাওয়ার অপেক্ষায় হা পিত্যেশ করে বসে রয়েছেন অনুরাগীরা।
অপেক্ষার অবসান হয়তো হতে চলেছে এবার। আগামীতে একগুচ্ছ ছবি মুক্তি পাবে প্রভাসের, যার মধ্যে অন্যতম ‘সালার’। বিগত এক বছর ধরে এই ছবিটির ব্যাপারে নূন্যতম তথ্য পাওয়ার জন্যও মুখিয়ে রয়েছেন নেটিজেনরা। দীর্ঘ প্রতীক্ষার পর ছবির প্রথম টিজার প্রকাশ্যে আনা হয়েছে। আর এর সঙ্গে সঙ্গেই আভাস পাওয়া গিয়েছে যে সিনেমাটা কতটা বড় মাপের হতে চলেছে।
প্রভাসের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আদিপুরুষ’। ছবিটি নিয়ে এতটাই উন্মাদনা ছিল যে মুক্তির পর প্রথম দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। পরবর্তীকালে অবশ্য সমালোচনার জেরে তথৈবচ অবস্থা হয়েছিল আদিপুরুষ এর। কিন্তু তবুও প্রভাসের উপর থেকে ভরসা ওঠেনি ভক্তদের। তার প্রমাণ মিলেছে সালার টিজারের ভিউ সংখ্যাতেই।
ছবি মুক্তির জন্য এখনো দু মাস অপেক্ষা করতেই হবে। তবে গুঞ্জন ছড়িয়েছে প্রভাসের কেরিয়ারে দীর্ঘদিনের ফাঁড়া কাটাতে পারে সালার। মুক্তির আগেই ৮০০ কোটি টাকার ব্যবসা করার সম্ভাবনা রয়েছে এই ছবির। মিউজিক, ডিজিটাল, স্যাটেলাইট স্বত্ব মিলিয়ে এই টাকাটা উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
বিস্তারিত ভাবে বললে বিশ্বজুড়ে ছবিটি মুক্তির স্বত্ব বিক্রি করে ৮০ কোটি টাকা উপার্জন করতে চলেছে নির্মাতারা। এছাড়াও গোটা দেশে মুক্তির স্বত্ব বাবদ ৫০০ কোটি টাকা উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ থেকে ২০০ কোটি এবং বাকি রাজ্যগুলি মিলিয়ে ২০০ কোটির বেশি টাকা আসার কথা রয়েছে। ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব থেকে ২০০ কোটি এবং মিউজিক ও স্যাটেলাইট স্বত্ব থেকে ১০০ কোটি টাকা উঠে আসতে পারে।
সালার ছবিতে প্রভাসের পাশাপাশি দেখা যাবে শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবুকে। প্রশান্ত নীল পরিচালিত ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৮ সেপ্টেম্বর।