‘কাজ নেওয়া উচিত হয়নি প্রভাসের’! ‘আদিপুরুষের’ পোস্টার দেখেই রেগে আগুন দর্শকেরা

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে (Bollywood) এবার বড়সড় ধামাকা নিয়ে হাজির দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রভাস (Pravas)। রামের চরিত্রে দর্শকদের সামনে ধরা দিলেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা। সীতার চরিত্রে দেখা গেল কৃতী শ্যাননকে (Kriti Sanon)। রাবণের ভূমিকায় সইফ আলি খান (Saif Ali Khan)। রামনবমীর দিন অর্থাৎ বুধবার প্রকাশ্যে এল ‘আদিপুরুষ’ ছবির পোস্টার।

নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার তুলে ধরেছেন অভিনেতা। ক্যাপশনে লেখা, ‘যে কোনো মন্ত্রের থেকেই বড় তোমার নাম, জয় শ্রী রাম’। তবে যেমনটা আশা করেছিলেন ভক্তরা। তেমনটা হয়ত পেলেন না তাঁরা। কমেন্ট বক্সে চোখ বুলিয়ে বোঝা গেল সেই কথাই।

Adipurush

একজন লিখলেন, ‘পোস্টার দেখে মোটেই ভালো লাগল না। তবে দোষটা কিন্তু অভিনেতার নয়’। অন্য আর একজন লিখেছেন, ‘এমনটা মোটেই আশা করিনি। একেবারেই পছন্দ হলনা’। কেউ আবার ট্রোল করে লিখলেন, ‘এর চেয়ে ছোট ভীমের গ্রাফিক্স অনেক ভালো’। এই কাজ নাকি নেওয়া একেবারেই ভালো হয়নি অভিনেতার। এমনটাও জানিয়ে দিলেন নেটিজেনরা।

Adipurush

ইতিহাস এবং পুরাণকে সাক্ষী রেখে লেখা হয়েছে এই ছবির গল্প। রামায়ণের গল্পকে নতুন ভাবে সাজিয়েছেন পরিচালক ওম রাউত। যদিও অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। তবে কি কারণে বিলম্ব সে কথা নিজেই জানিয়েছিলেন পর্দার সীতা।

 

View this post on Instagram

 

A post shared by Prabhas (@actorprabhas)

চলতি বছরের ১৬ জুন বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। হিন্দি, তেলেগু, তামিল, কান্নডা, মালায়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ’। এই ছবিতে একেবারে অন্য লুকে ধরা দেবেন প্রভাস। ছবিতেই দেখা গেছে তাঁর লম্বা চুল। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অভিনেতার ভক্তরা।

additiya

সম্পর্কিত খবর