‘আদিপুরুষ’এ শ্রীরাম হয়ে লোক হাসিয়েছেন, এবার ৫০০ কোটির ছবিতে এই ভগবানের ভূমিকা পালন করছেন প্রভাস!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘আদিপুরুষ’ (Adipurush) এর মতো একটা বিপর্যয় উপহার দেওয়ার পর নতুন প্রোজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রভাস (Prabhas)। কিন্তু দর্শকরা এখনো আদিপুরুষ এর দুঃস্বপ্ন থেকে বেরোতে পারেননি। দুঃস্বপ্নই বটে! সিংহভাগ দর্শকই ক্ষোভ উগরে দিয়েছেন নির্মাতাদের উপরে। রামায়ণ মহাকাব্যের মতো একটি বিষয় নিয়ে সিনেমা তৈরি করতে গিয়েও এভাবে ব্যর্থ হওয়া যায় তা আদিপুরুষ নির্মাতারাই প্রমাণ করে দিয়েছেন, বক্তব্য দর্শকদের।

প্রভাস অবশ্য দর্শকদের প্রতিক্রিয়ায় কান দিতে রাজি নন। তিনি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তাঁর আগামী ছবি ‘প্রোজেক্ট কে’ এর। দক্ষিণী সুপারস্টারের বহু প্রতীক্ষিত ছবি এটি। প্রভাসের সঙ্গে ছবিতে অমিতাভ বচ্চন এবং দীপিকা পাডুকোনও শেয়ার করবেন স্ক্রিন। এবার প্রোজেক্ট কে নিয়ে আরো একটি বড় আপডেট সামনে এসেছে।

Prabhas to play this role on project k

আদিপুরুষ ছবিতে রাঘব ওরফে শ্রী রামের ভূমিকায় দেখা গিয়েছিল প্রভাসকে। কিন্তু ‘বাহুবলী’ অভিনেতাকে রাম হিসেবে পর্দায় মানায়নি বলেই অভিযোগ করেছিলেন অনেকে। জানলে অবাক হবেন, প্রোজেক্ট কে ছবিতেও ফের এক দৈবিক ভূমিকায় ধরা দিতে চলেছেন প্রভাস। অন্তত আসন্ন ছবিটি সম্পর্কে পাওয়া খবর বলছে এমনটাই।

সূত্রের খবর মানলে, প্রোজেক্ট কে ছবিতে ভগবান শ্রী বিষ্ণুর ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। তাঁর বিপরীতে ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে প্রবীণ অভিনেতা কমল হাসানকে। একটি দানবীয় চরিত্রে ধরা দেবেন তিনি। শুধু তাই নয়, অমিতাভের চরিত্রটির সঙ্গে মহাভারতের অশ্বত্থামার মিল রয়েছে বলেও জানা গিয়েছে। সায়েন্স ফিকশন তথা অলৌকিক অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে প্রোজেক্ট কে। আদিপুরুষ এর মতো এই ছবিতেও থাকবে পৌরাণিক কাহিনির ছোঁয়া।

ছবির বিষয়বস্তু ঠিক কী হতে চলেছে তা নিয়ে চলছে জল্পনা। অনেকের মতে, মহাভারতের কাহিনিই নতুন মোড়কে উঠে আসবে ছবিতে। এখনো পর্যন্ত ভারতীয় ছবির জগতে সবথেকে বেশি বাজেটের ছবি হতে চলেছে এটা। এমনটাই বলা হচ্ছে প্রোজেক্ট কে এর ব্যাপারে।

জানা যাচ্ছে, ছবিটি তৈরি করতে খরচ হতে চলেছে ৪০০ কোটি টাকা। শুধু ছবি নির্মাণেই নয়, প্রচারেও একটা মোটা অঙ্কের টাকা ব্যয় করার পরিকল্পনায় রয়েছেন নির্মাতারা। তাই ছবির মোট বাজেট ধরা হয়েছে ৬০০ কোটি টাকা।

সম্পর্কিত খবর

X