তেলুগু ছবিতে ডেবিউ সলমনের, ভাইজানকে নাচ শেখানোর ভার পড়ল প্রভু দেবার উপরে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড এখন দক্ষিণমুখী। এতদিন তামিল, তেলুগু ছবির হিন্দি রিমেক তৈরি হত বলিউডে। এবার তারকারাই সোজা পাড়ি দিচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। দক্ষিণে বলিউডি ছবি চলে না বলে নিজেই তেলুগু ছবিতে অভিষেক করতে চলেছেন সলমন খান (Salman Khan)। সুপারস্টার চিরঞ্জিবীর (Chiranjeevi) সঙ্গে একটি বিশেষ গানের শুটিং করবেন তিনি।

চিরঞ্জিবীর আসন্ন ছবি ‘গডফাদার’এ অভিনয় করছেন সলমন। এ খবর তো পুরনো হয়ে গিয়েছে। দক্ষিণের সুপারস্টারের সঙ্গে স্ক্রিন ভাগ করবেন হিন্দি ইন্ডাস্ট্রির সুপারস্টার। ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। তাদের জন‍্য রইল আরো এক সুখবর। ভারতের ‘মাইকেল জ‍্যাকসন’ প্রভু দেবাও (Prabhu Deva) যোগ দিয়েছেন গডফাদারের টিমে।


ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির যেসব তারকারা নাচের মঞ্চে ঝড় তোলার ক্ষমতা রাখেন তাদের মধ‍্যে অন‍্যতম প্রভু দেবা। তাঁর নাচ মুগ্ধ করেছে আট থেকে আশি সমস্ত বয়সের দর্শককে। বলিউডের তারকাদেরও নাচ শিখিয়েছেন প্রভু দেবা। এবার পালা সলমনকে শেখানোর।

হ‍্যাঁ, গডফাদার ছবির বিশেষ গানের জন‍্য চিরঞ্জিবী ও সলমনকে নাচ শেখানোর দায়িত্ব পড়েছে প্রভু দেবার উপরে। এস তামান এর সুর করা গানটিতে নাচের কোরিওগ্রাফি করবেন প্রভু দেবা। সম্প্রতি সুরকার গডফাদার টিমের একটি ছবি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। পাশাপাশি দাঁড়িয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন প্রভু দেবা ও চিরঞ্জিবী।

 

উল্লেখ‍্য, গডফাদারও কিন্তু রিমেক ছবি। আসল মালয়ালম ছবি ‘লুসিফার’ এর তেলুগু রিমেক হল গডফাদার। লুসিফারের পরিচালক পৃথ্বীরাজ নিজেও একটি ক‍্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন ছবিতে। এখনো নিশ্চিত খবর পাওয়া না গেলেও মনে করা হচ্ছে, পৃথ্বীরাজের চরিত্রটিতেই অভিনয় করবেন সলমন।

ছবির প্রযোজকরা নাকি ১৫-২০ কোটি টাকা পারিশ্রমিক দিতে রাজি ছিলেন সলমনকে। কিন্তু প্রত‍্যাখ‍্যান করেন অভিনেতা নিজেই। জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয় করার জন‍্য এই একটি শর্তই দিয়েছেন সলমন। আসলে সুপারস্টার চিরঞ্জিবীর প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

সম্পর্কিত খবর

X