রাজীবের পর আরও এক দলছুটের তৃণমূলে ফেরার জল্পনা, ফের ভাঙতে চলেছে বিজেপি

বাংলাহান্ট ডেস্কঃ রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার কি ঘরে ফেরার পালা প্রবীর ঘোষালের (prabir ghosal)? বিধানসভা নির্বাচনে বিজেপির (bjp) ভরাডুবির পর তিনিও ঠিক রাজীবের মত করেই, দলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে দিয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দল বদলালেও, প্রবীরের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে’।

একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে প্রাক্তনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের সঙ্গে চাটার্ড বিমানে দিল্লী উড়ে গিয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা তৃণমূলের (tmc) প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। তারপর সেখানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই, বিজেপির বাংলা জয়ের কাণ্ডারি হতে নাম লিখিয়েছিলেন পদ্ম শিবিরে। বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন উত্তরপাড়ায়। কিন্তু নির্বাচনে বিজেপির মত, প্রবীর ঘোষালও পরাজিত হন।

301902 f263ef57 365f 4050 966d 416676573509

আর পরাজয়ের পর থেকেই ঠিক রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত করেই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন তিনি। তবে সম্প্রতি সময়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে যাওয়ার পর এবার, প্রবীর ঘোষালেরও সবুজ শিবিরে ফিরে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

কানাঘুষো শোনা যাচ্ছে, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূলে ফিয়ে যাওয়ার প্রহর গুনছেন প্রবীর ঘোষাল। দলের শীর্ষ নেতৃত্বের থেকে সবুজ সংকেত মিললেই, আবারও ফিরে যাবেন নিজের পুরনো ঘর সবুজ শিবিরে।

আবার এরই মধ্যে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রবীর ঘোষাল অন্য দলে চলে গেছেন তো কি হয়েছে! আমার সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর’। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর প্রবীর ঘোষালের তৃণমূলে ফিরে যাওয়ার জল্পনা আরও জোরালো হয়ে উঠেছে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর