মদনের সঙ্গে একই মঞ্চে বিজেপি নেতা! ফের দলবলদের জল্পনা শুরু রাজনৈতিক মহলে

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে প্রাক্তনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের সঙ্গে চাটার্ড বিমানে দিল্লী উড়ে গিয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা তৃণমূলের (tmc) প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল (prabir ghosal)। তারপর সেখানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই, বিজেপির বাংলা জয়ের কাণ্ডারি হতে নাম লিখিয়েছিলেন পদ্ম শিবিরে। বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন উত্তরপাড়ায়। কিন্তু নির্বাচনে বিজেপির মত, প্রবীর ঘোষালও পরাজিত হন।

নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই তৈরি হয় দলের সঙ্গে দূরত্ব। এরই মধ্যে আবার এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দল বদলালেও, প্রবীরের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে’। এসবের মধ্যেই এবার মদন মিত্রর (Madan Mitra) সঙ্গে একই মঞ্চে দেখা গেল প্রবীর ঘোষালকে। যা নিয়ে আবারও জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি আবার তৃণমূলেই ফিরবেন প্রবীল ঘোষাল? এমন প্রশ্নও উঠেছে রাজনীতির অন্দরে।

   

tmc bjp fb 4

হুগলির কোন্নগরের এক বইমেলার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মদন মিত্র। আর সেখানেই তাঁর সঙ্গে একই মঞ্চে দেখা গেল প্রবীর ঘোষালকেও। এবিষয়ে মদন মিত্র বলেন, ‘তৃণমূল যদি আবারও প্রবীরকে দলে নেয়, তাহলে আমি ওঁকে স্বাগত জানাব’। আবার অন্যদিকে এই বিষয়ে প্রবীর ঘোষাল বলেন, ‘এটা রাজনীতির জায়গা নয়, তাই বইমেলায় এই সংক্রান্ত কোন কথা বলব না’।

একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগদানের একটা হিড়িক পড়ে গিয়েছিল। সেইসময় বিভিন্ন দলে ভাঙন ধরিয়ে দলে দলে কর্মী সদস্যরা এসে নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে। তবে বিজেপির বাংলা জয়ের স্বপ্ন ভেঙে যেতেই, সেই দলবলদের অধিকাংশই আবারও ফিরে যায় তাঁদের নিজেদের জায়গায়। সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন সাধারণ কর্মী সমর্থরা, তেমনই রয়েছেন হেভিওয়েট নেতৃত্বরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর