বাংলা হান্ট ডেস্কঃ বলিউডের অভিনেত্রী প্রাচী দেশাই দীর্ঘদিন ধরে সিনেমার থেকে দূরে আছেন। ২০০৮ সালে ‘রক অন” সিনেমা দিয়ে বলিউডে পা রাখা অভিনেত্রী প্রাচী দেশাই আজকাল বারবার শিরোনামে উঠে আসছেন। প্রসঙ্গত, সম্প্রতি এয়ারপোর্ট থেকে ওনার একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে প্রাচী দেশাই কে হুইলচেয়ারে দেখা যাচ্ছে। ভিডিওতে অভিনেত্রীকে এয়ারপোর্ট থেকে হুইলচেয়ারে করে বের হতে দেখা যাচ্ছে। ওনার পায়ে প্ল্যাস্টার করা দেখা যাচ্ছে।
প্রাচী দেশাইয়ের এই ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে বিরল ভয়ানি ক্যাপশনে লেখেন, ‘উনি আমাদের নিজের আঘাতের কারণ জানান নি, তবে ওনাকে খুব সুন্দর লাগছে।” প্রাচীকে এই অবস্থায় দেখে ওনার ফ্যানেরা চিন্তায় পড়ে গিয়েছে।
অভিনেত্রী প্রাচী দেশাই টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। টিভি সিরিয়াল ‘কসম সে” থেকে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। এরপর তিনি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন। প্রাচী দেশাই ‘রক অন, ওয়ান’স আপন এ টাইম ইন মুম্বাই, বোল বচ্চন, আই মি আর ম্যায়” এর মতো সিনেমায় কাজ করে নিজের অভিনয়ের জলওয়া দেখিয়েছিলেন।