ট্রেনের সিটে বসেই চলছে ক্লাসিক্যাল গানের চর্চা, খুদের সুরের জাদুতে বুঁদ সোশ্যাল মিডিয়া

বাংলাহান্ট ডেস্ক : সংগীত এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা সকলে মোহিত হয়ে থাকি। ভাষা, জাতি, দেশ, কালের গণ্ডি পেরিয়ে সঙ্গীত আমাদের সবাইকে মিলিয়ে দেয়। ভিন্ন ভাষার মানুষ হলেও সংগীতের জাদুতে সে মোহিত হতে পারে প্রতিটি তালে, লয়ে, ছন্দে। সংগীতের ক্ষমতা আছে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষকেই মুগ্ধ করে দেওয়ার। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে একটি ট্রেনে। ট্রেনের মধ্যে একটি আট বছরের ছেলের গানে মুগ্ধ হয়ে যান তার সহযাত্রীরা।

এরপর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মাধ্যমে। ক্লাসিক্যাল গানের ভক্ত এই ছেলেটির গান রীতিমত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমন মানুষ খুব কম আছেন যিনি গান ভালবাসেন না। তাই ৮ বছরের এই ছেলেটির ক্লাসিক্যাল গানে মুগ্ধ হয়েছিলেন তার সহযাত্রীরা। সম্প্রতি সেই গানের ভিডিও টুইটারে Sangitha Varier নামক একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়।

জানা গেছে, চেন্নাইয়ের বাসিন্দা ৮ বছর বয়সী এই ছেলেটির নাম সূর্যনারায়ণ। বালকটি ট্রেনে করে বারাণসীর কাশী তামিল সঙ্গম থেকে ফিরছিলেন। ট্রেনের আপার বার্থে বসেই সে শুরু করে শাস্ত্রীয় সংগীত। গান শুনে তার আশেপাশে ভিড় করেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। কেউ কেউ তাদের মোবাইল ফোনে বন্দি করেন সেই মুহূর্ত।

গানের পাশাপাশি বালকটির অভিব্যক্তিও মন ছুঁয়েছে সকলের। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পর তুমুল ভাবে ভাইরাল হয়। ইতিমধ্যেই প্রায় ১ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। পাশাপাশি ২১০০ এর বেশি মানুষ রিটুইট করেছেন এটি। অন্যদিকে, ৯৬০০ এর বেশি লাইক পেয়েছে ভিডিওটি।

https://twitter.com/VarierSangitha/status/1605027162070732800?s=20&t=cwP8308f84omtYWcDL08ew

ছেলেটির গানের ভাষা অনেকেই বুঝতে পারেননি, কিন্তু তার গানের ক্ষমতার জোরে বহু মানুষ মুগ্ধ হয়ে গিয়েছেন তা বলাই বাহুল্য। এক নেট ব্যবহারকারী যেমন লিখেছেন, আমি গানের ভাষা বুঝতে পারিনি। তবে ছেলেটির সুর-তাল-অভিব্যক্তি অসাধারণ। অপর এক ব্যবহারকারী যেমন লিখেছেন, গানটি বুঝতে না পারলেও ঈশ্বরীয় অনুভূতির সৃষ্টি হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর