বাংলা হান্ট ডেস্কঃ আবাস যোজনার সমীক্ষায় কোনও প্রকার অস্বচ্ছতা নয়! এবার তাই বড় পদক্ষেপ নিল সরকার। জানা যাচ্ছে, এই সমীক্ষার (Pradhan Mantri Awas Yojana) কাজের জন্য ১০টি দফতর থেকে সরকারি আধিকারিক এবং কর্মীদের চাওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য পঞ্চায়েত দফতরের তরফ থেকে এই বিপুল সংখ্যক সরকারি কর্মচারীদের চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
কবে থেকে শুরু হবে আবাস যোজনার সমীক্ষা (Pradhan Mantri Awas Yojana)?
জানা যাচ্ছে, আবাস যোজনার তালিকা তৈরি থেকে সমীক্ষা পর্ব, সবকিছুতেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য (Government of West Bengal)। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সমীক্ষা করা হবে। তার জন্য নূন্যতম ৩ জন করে সরকারি আধিকারিক রয়েছে। এই বিষয়টা সুনিশ্চিত করতেই একাধিক দফতর থেকে সরকারি আধিকারিক এবং কর্মীদের চাওয়া হয়েছে বলে খবর।
আবাস যোজনার সমীক্ষার কাজ যাতে নির্ভুল এবং স্বচ্ছভাবে হয়, সেটা সুনিশ্চিত করতে এই বিপুল সংখ্যক কর্মী চেয়ে চিঠি দিয়েছে রাজ্য পঞ্চায়েত দফতর। পাশাপাশি একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে প্রশাসন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নবান্নের (Nabanna) তরফ থেকে জেলায় জেলায় বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। উপভোক্তা কারা সেটা সঠিকভাবে জানার জন্য ধাপে ধাপে এই যাচাই পর্ব হবে বলে খবর।
আরও পড়ুনঃ ঋণ শোধের বালাই নেই! এবার কড়া ‘অ্যাকশন’ রাজ্য সরকারের, পুজোর আগেই বিরাট পদক্ষেপ
তালিকা যাচাইয়ের এই কাজের জন্য এবার নানান থানার ওসিদের যোগ করা হয়েছে। সেই সঙ্গেই গ্রাম পঞ্চায়েত লেভেলে একটি করে দল তৈরি করা হবে। সেখানে থাকবেন সরকারি স্তরের আধিকারিকরা। তাঁরা পঞ্চায়েত থেকে তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ করবেন। এই পর্বে ভিডিওগ্রাফিও করতে হবে।
এখানেই শেষ নয়! তালিকায় স্বচ্ছতা বজায় রাখার জন্য গ্রাম সভা ডেকে আলোচনা করতে হবে। এরপর আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত, মহকুমা শাসকের অফিস, বিডিও অফিসে তা দিয়ে দিতে হবে। এই তালিকা প্রকাশ করার পর জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও নিজেদের ইচ্ছেমতো যে কোনও উপভোক্তার বাড়ি গিয়ে যাচাই করতে পারেন।
রাজ্যস্তরের আধিকারিকরাও চাইলে যে কোনও গ্রামে গিয়ে তালিকায় নাম থাকা উপভোক্তার বাড়ি যাচাই করতে পারেন বলে খবর। এছাড়া আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) উপভোক্তাদের তৈরির লিস্ট নিয়ে যদি কারোর আপত্তি থাকে, তাহলে তিনি সেটা জানাতে পারবেন। এর জন্য বিডিও অফিসগুলিতে অভিযোগপত্র জমা দেওয়ার বাক্স থাকবে। অভিযোগ আসার পরবর্তী ৫টি ওয়ার্কিং ডে-র মধ্যে তা যাচাই করে সঠিক পদক্ষেপ নিতে হবে। সব মিলিয়ে আবাস যোজনার সমীক্ষার কাজ স্বচ্ছ এবং নির্ভুলভাবে করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া যাতে নির্ভুল এবং স্বচ্ছভাবে হয় তা সুনিশ্চিত করতে রাজ্য কোনও ত্রুটি রাখতে চাইছে না বলে মত ওয়াকিবহাল মহলের।