নতুন বছরের আগেই খারাপ খবর শোনালো কেন্দ্র, রেশন নিয়ে জারী করলো নতুন বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ দেশের রেশন (Ration) ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের (Central Government)। আয়ু ফুরালো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (PMGKAY)। আনুষ্ঠানিকভাবে সমস্ত রাজ্যকে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। প্রায় দু’ বছর ধরে চলতে থাকা এই প্রকল্পের মেয়াদ আর বৃদ্ধি করতে চায় না সরকার। সম্প্রতি মোদী মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এমনই সিদ্ধান্ত।

কেন্দ্রীয় গণবণ্টন দফতরের তরফে জানানো হয়েছে, এখন থেকে দেশের দেশের প্রায় ৮০ কোটি মানুষ আর প্রতি মাসে বিনামূল্যে ৫ কিলো গম পাবেন না। কোভিড (Covid) মহামারীর সময় থেকে চলা এই প্রকল্প এবার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। চলতি বছর এই ডিসেম্বরেই শেষ হচ্ছে এই প্রকল্পের মেয়াদ। তবে এই প্রকল্প বন্ধ হয়ে গেলেও কেন্দ্র তরফে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিনামূল্যে রেশন দেওয়ার যে ঘোষণা করা হয়েছে তা বর্তায় থাকবে।

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘‘আমরা সবাই জানি, কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতি কেজি চাল দেয় ৩ টাকায়। ১ কেজি গম পাওয়া যায় ২ টাকায়। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এ বার থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দরিদ্ররা চাল এবং গম বিনামূল্যে পাবেন। ৮১.৩৫ কোটি মানুষ এই সুবিধা পাবেন। আর যাঁরা অন্নদাতা যোজনার অধীনে ৩৫ কেজি (২১ কেজি চাল এবং ১৪ কেজি গম) পেতেন, তাঁরা এটা বিনামূল্যেই পাবেন। বাকিরা বিনামূল্যে ৫ কেজি করে শস্য পাবেন। খাদ্য নিরাপত্তার জন্য কেন্দ্র এখন প্রায় ২ লক্ষ কোটি টাকার বোঝা বহন করবে।’’ তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এ বার থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

ration

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাকে বিশ্বের ‘সবথেকে বড় খাদ্য নিরাপত্তা কর্মসূচি’ হিসাবে বর্ণনা দেয় কেন্দ্র সরকার। কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভুত অর্থনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব যাতে হত দরিদ্র মানুষদের গ্রাস করতে না পারে তা নিশ্চিত করতে ২০২০ সালে এই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। কেন্দ্র তরফে জানানো হয়েছে, এ পর্যন্ত এই প্রকল্পে ১১১৮ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। এর ফলে সরকারের ব্যয় হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। বর্তমানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সপ্তম পর্ব চলছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর