প্রতি বছর ৩৬ হাজার করে টাকা দিচ্ছে মোদী সরকার, আপনিও নাম নথিভুক্ত করুন এখুনি

বাংলা হান্ট ডেস্কঃ শ্রমিকদের জন্য শুরু করা পেনশন স্কিম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana) দেশে এখনো পর্যন্ত ৪২,৭৪,৯৯২ জন রেজিস্টার করেছেন। যারা এই রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা বছরে ৩৬ হাজার টাকা করে পেনশন পাবেন। আপনিও এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করে আপনার বার্ধক্য জীবন সুরক্ষিত করতে পারেন। দেশের ৪২ কোটি শ্রমিকদের প্রতি সমর্পিত এই পেনশন স্কিম (PM-SYM) এর শুভারম্ভ আজ থেকে ঠিক এক বছর আগে হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ মার্চ ২০১৯ এ গুজরাতের গান্ধীনগর থেকে এই যোজনার শুভারম্ভ করেছিলেন। আর এটার জন্য রেজিস্ট্রেশন ২০২০ এর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়।

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা দৈনিক এবং অসংগঠিত ক্ষেত্রে যা করা শ্রমিকদের প্রতি মাসে পেনশন দেওয়া সবথেকে বড় স্কিম। এই যোজনা অনুযায়ী, ৬০ বছর পূর্ণ হওয়ার পর শ্রমিকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হবে।

পেনশন পাওয়ায় সবথেকে আগে নাম আছে হরিয়ানার শ্রমিকদের। শ্রম এবং রোজগার মন্ত্রালয় অনুযায়ী, মোট ৪৩ লক্ষ মানুষদের মধ্যে ৭,৩৭,২০৫ জন শ্রমিক হরিয়ানার বাসিন্দা। দ্বিতীয় নম্বরে আছে উত্তর প্রদেশ, সেখানে ৫,৯৩,৪৫০ জন মানুষ এই স্কিমের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এরপর মহারাষ্ট্র ৫,৮০,৯৯৫ এবং চতুর্থ স্থানে আছে গুজরাট। সেখানে  ৩, ৬৬, ৭৬৯ জন শ্রমিক এই যোজনায় নাম লিখিয়েছেন। আর ছত্তিসগড় ২,০১,৫০১ জন শ্রমিকের সাথে পঞ্চম স্থানে আছে।

কি করে করবেন আবেদন? EPFO ইন্ডিয়ার ওয়েবসাইটে নিজের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) এর খোঁজ নিন। সেখানে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও LIC এর ব্রাঞ্চ অফিস, ESIC, EPFO অথবা কেন্দ্র এবং রাজ্য সরকারের লেবার অফিসে গিয়েও আবেদন করতে পারবেন। কিছু রাজ্যের শ্রম বিভাগ রেজিস্ট্রেশন বাড়ানোর জন্য অভিযান চালাচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর