মোদি সরকারের এই প্রকল্পে আপনিও পেতে পারেন বিনামূল্যে রান্নার গ্যাস, আবেদনের শেষ দিন ৩০ সেপ্টেম্বর

লকডাউন পরিস্থিতিতে দেশের গরীব মানুষের জন্য মোদী সরকার (modi government) ১.৭ লক্ষ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষনা করেছিল। যার একটি অংশ হ’ল উজ্জ্বলা যোজনার (ujjala yojana) আওতায় কেন্দ্রীয় সরকার বিনামূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ। এই প্রকল্পের আওতায় নিবন্ধিত মহিলারাই কেবল এই প্রকল্পের সুবিধা পাবেন। যাদের মোবাইল নম্বর গ্যাস সংস্থায় নিবন্ধিত রয়েছে, কেবল তারা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

modi lpg

তবে খুব শীঘ্রই এই প্রকল্পে নাম নিবন্ধনের দিন শেষ হয়ে আসছে৷ ৩০ সেপ্টেম্বরের পর এই প্রকল্পে আর নাম নথিভুক্ত করা যাবে না। এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে সবার আগে আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান। এখন একটি হোম পৃষ্ঠা আপনার সামনে খুলবে, যেখানে আপনাকে ডাউনলোড ফর্মটিতে ক্লিক করতে হবে। ফর্মটি ডাউনলোড করার পরে এতে থাকা সমস্ত তথ্য যেমন আবেদনকারীর নাম, তারিখ, স্থান ইত্যাদি পূরণ করুন। সমস্ত তথ্য পূরণ করে আপনার কাছের এলপিজি সেন্টারে জমা দিন।

তবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে বিপিএল কার্ড থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, শুধুমাত্র ১৮ বছরের উর্দ্ধের মহিলারাই এই প্রকল্প নাম নথিভুক্ত করতে পারবেন। পাশাপাশি একটি ব্যাংকে সেভিংস একাউন্টও থাকতে হবে যেখানে ভর্তুকির টাকা ঢুকবে।

ইতিমধ্যেই সরকার সিলিন্ডার সরবরাহও শুরু করেছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ১৪.২ কেজি মাত্র তিনটি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। প্রতি মাসে বিনামূল্যে একটি সিলিন্ডার পাবেন গ্রাহকেরা। যাদের ৫ কেজি সিলিন্ডার রয়েছে তাদের ৩ মাসের মধ্যে মোট ৮ টি সিলিন্ডার দেওয়া হবে। অর্থাত্, এক মাসে সর্বাধিক ৩ সিলিন্ডার বিনামূল্যে থাকবে।

 

 


সম্পর্কিত খবর