মমতাকে বহিষ্কারের সিদ্ধান্ত ভুল! ‘আজও প্রায়শ্চিত্ত করছে কংগ্রেস’! বিস্ফোরক প্রদীপ ভট্টাচার্য

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা তো বটেই, এদেশের দাপুটে রাজনীতিকদের মধ্যে একজন হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের তুখোড় রাজনৈতিক দক্ষতার মাধ্যমে জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য স্থান অর্জন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অনেকেই হয়তো জানেন, বর্তমানে তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো হলেও, একদা কংগ্রেসের (Congress) অংশ ছিলেন তিনি। এবার তাঁকে দল থেকে বহিষ্কার নিয়েই আফসোসের সুর শোনা গেল এক প্রবীণ কংগ্রেস নেতার গলায়।

মমতাকে (Mamata Banerjee) বহিষ্কার নিয়ে আফসোস প্রদীপ ভট্টাচার্যের!

শনিবার সন্তোষ মিত্র স্কোয়্যারের কাছে সোমেন মিত্রের মূর্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য। সেখানেই কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা নিয়ে মুখ খোলেন তিনি। হাত শিবিরের প্রবীণ নেতা বলেন, আজও মমতাকে বহিষ্কার করার প্রায়শ্চিত্ত করছে কংগ্রেস।

১৯৯৭ সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের তৎকালীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই ঘটনা প্রসঙ্গে এদিন প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) বলেন, ‘সোমেনের ওপর সেদিন ওপর যে চাপ তৈরি হয়েছিল তিনি মমতাকে বহিষ্কার করতে বাধ্য হন। আজও তার প্রায়শ্চিত্ত কংগ্রেসকে করতে হচ্ছে’।

আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার অবসান! ৩% DA বাড়াল সরকার! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?

এখানেই না থেমে কংগ্রেস নেতা আরও বলেন, ‘আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমার কাছে সোমেনদার ফোন এল। জানতে পারলাম, সীতারাম কেশরী সোমেনকে ফোনে বলেছেন, মমতাকে বহিষ্কার করতে হবে। আমরা করেছি, তোমাকেও করতে হবে। সোমেনকে আমি বলেছিলাম, তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সেদিন যে চাপ তৈরি হয়, তাতে ও বাধ্য হয়েছিল। আজও তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। এই খাদ থেকে আমরা কবে ও কীভাবে উঠে আসতে পারব জানি না’।

Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কংগ্রেস থেকে বহিষ্কার প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য যে কথা বলেছেন, তা একদম সঠিক বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রবীণ কংগ্রেস নেতার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ রূপে সহমত হতে পারেননি বলে খবর। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X