বাংলাহান্ট ডেস্কঃ আবারও বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে উঠে এলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর (Pragya Thakur)। মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ আবারও কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। পূর্বে একবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য করার পর এবার রাহুল গান্ধীর বিয়ে নিয়ে তাঁকে কটাক্ষ করলেন প্রজ্ঞা ঠাকুর।
রাজনৈতিক ইতিহাসে একদলের ব্যক্তিত্ব অন্যদলের ব্যক্তিত্বকে কটাক্ষ করবেন, আক্রমণ করবেন- এটা তো খুবই স্বাভাবিক। প্রায়শই বিভিন্ন সভা সমাবেশে এই ধরণের ঘটনা ঘটতে দেখা যায়। তবে এবার ভোপালে একটি জনসভায় উপস্থিত হয়ে প্রকাশ সভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর।
সম্প্রতি দিনে কৃষক আন্দোলনে কৃষকদের পাশে সক্রিয়ভাবে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। ধারণা করা হচ্ছে তারই বদলা নিচ্ছেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ। অশালীন ভাষায় রাহুল গান্ধীকে কটাক্ষা করে তিনি বলেন, ‘রাহুল গান্ধীর উদাহরণ দিয়ে একবার কলেজ ছাত্রীদের প্রশ্ন করা হয়েছিল, তারা এমন কাউকে বিয়ে করবেন কিনা? ওঁর কথা শুনেই ওঁরা হাসাহাসি শুরু করে দেয়। আরে ওকে নিয়ে তো বাচ্চারও তো হাসাহাসি করে। কোন মেয়েই ওঁকে আর বিয়ে করতে চায় না’।
প্রজ্ঞা ঠাকুর আরও বলেন, ‘এখন তো সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন দেখছি। ইটালি থেকে ওঁর মা ওকে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছে। কিন্তু যোগ্যতা থাকা দরকার তো। দেশের কৃষক এবং সেনাবাহিনী, প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব ভূমিকা রয়েছে। কিন্তু জ্ঞান হীন, সংস্কৃতি হীন, একজন বিধর্মী মানুষ বলছেন দেশের সেনাদের প্রয়োজন নেই! এমন মানুষও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর!’