বাংলা হান্ট ডেস্ক: গুজরাতের ছোট শহরে চায়ের দোকান চালানো থেকে দেশ চালানোর যাত্রাটা ছিল যেন অনেকটা স্বপ্নের মতোই! তার পর দেখতে দেখতে কেটে গেল আটটা বছর। ২০১৪ সালে কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে এনডিএ সরকার ক্ষমতায় এসেছিল কেন্দ্রে। নেতৃত্বে ছিলেন নরেন্দ্র মোদী। তবে, মোদী ক্ষমতার অন্দরে থাকলেও বহুবার তার নিজের পরিবারের ভিতর থেকেই উঠে এসেছে বিরোধীতা। বহুবার মোদীর ভাই ও কেন্দ্রের বিরোধিতা করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদী প্রহ্লাদ মোদীকে। কিন্তু এবার কার্যত ভোলবদল করতে দেখা গেল প্রহ্লাদ মোদীকে।
জানা গিয়েছে, ছোটবেলা থেকেই তিনি ছিলেন কঠোর পরিশ্রমী। পড়াশোনাতেও ছিলেন খুবই ভাল। কখনও কাউকে কোনও ভাবে বিব্রত করা তাঁর ধাতে ছিল না। দাদা নরেন্দ্র মোদীর সম্পর্কে বলতে গিয়ে এভাবেই প্রশংসায় পঞ্চমুখ হলেন তাঁর ভাই প্রহ্লাদ মোদী। সেই সঙ্গে জানিয়ে দিলেন, মোদী সরকারকে দশে দশ দিতে চান তিনি। কেননা এই সরকার যেভাবে ‘সব কা বিকাশ’ করেছে, তেমন উন্নয়ন আগের কোনও সরকারই করতে পারেনি।
প্রহ্লাদ মোদীর কথায়, “প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হিসেবে আমরা খুবই খুশি। আসলে সত্তরের দশকে দাদা সব কিছু ছেড়েছুড়ে চলে যান। এখন তিনি দেশমাতৃকার সন্তান। শুধু তা-ই নয়, তিনি এখন প্রত্যেক ভারতীয়ের অভিভাবকও বটে! দাদা একটি দরিদ্র পরিবারেই জন্মেছিলেন। আর এখন তাঁর অবদানের কথা সকলেই জানেন। তিনি গোটা ভারতবর্ষের গর্ব। দেখুন না, এই প্রথম আমাদের দেশের কোনও প্রধানমন্ত্রী এমন ভাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করলেন। মোদীজি শুধু আমাদের পরিবারকেই গর্বিত করেননি, গোটা ভারতবর্ষকেও গর্বিত করেছেন। আমি মোদী সরকারকে ১০-এর মধ্যে ১০-এর বেশিই নম্বর দেব। কারণ তাঁর সরকার অসামান্য উপায়ে কাজকর্ম করে গিয়েছে। ”
ভাই বলছেন, আমি সব সময় তাঁর মঙ্গলকামনা করছি। এছাড়াও আমাদের প্রার্থনা, তিনি যেন সব সময় সুস্থ থাকেন। তিনি দেশমাতৃকার সন্তান এবং দেশের অভিভাবকও বটে! জনগণ তাঁকে আরও বেশি করে চাইছেI আমরা চাই, তিনি আরও ১৫ বছর সরকারে থাকুন। এখন গোটা ভারতবর্ষই তাঁর পরিবার এবং দেশও তাঁকেই চাইছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার