সাত সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির মোদী! ফটো তুললেন মমতার ছবির সামনে দাঁড়িয়ে

বাংলাহান্ট ডেস্ক : আজ সকালে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মোদী! তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস নন ! ইনি প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী। তিনি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি। এদিকে, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান। সেই কারণেই জনবন্টন সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করতে সুদীপের দিল্লির বাড়িতে গিয়েছিলেন প্রহ্লাদ।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস অ্যাসোসিয়েশন কমিশন বৃদ্ধি এবং রেশন ডিলারদের করোনা যোদ্ধা হিসাবে ঘোষণার মতো বেশ কয়েকটি দাবি নিয়ে নয়াদিল্লির যন্তর মন্তরে একটি ধর্না বসেছে গতকাল থেকে। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। বিষয়টি বিজেপির জন্য খুবই অস্বস্তিকর। গতকাল থেকে আন্দোলন শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রহ্লাদ মোদী দাবি করেছিলেন যে কেন্দ্রীয় রেশন ব্যবস্থা সারা দেশে কার্যকর করা উচিত।

   

প্রহ্লাদ জানিয়েছেন যে, করোনার সময়, যখন দেশের অনেক লোক আক্রান্ত, তখন ডিলাররা লকডাউনের সময় রেশন বিতরণের কাজ করছেন। কোনো পিপিই কিট ছাড়াই ডিলাররা মানুষের কাছে রেশন বিতরণ করে গেছেন জীবনের ঝুঁকি নিয়ে। ফলে তাদের করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।

প্রহ্লাদ মোদীর আগমনের পরেই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, লোকসভার জ়িরো আওয়ারে সমস্যাগুলি নিয়ে আলোচনা করবেন। শুধু তাই নয়, সমস্যা সম্পর্কে বিস্তারিত জানার জন্য স্থায়ী কমিটির বৈঠকেও তাঁদের ডাকা হবে বলেও তৃণমূল নেতার তরফে উল্লেখ করা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে প্রহ্লাদ ভাইয়ের সাথে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। সুদীপের বাড়ি থেকে বিদায় নেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে ছবিও তোলেন প্রহ্লাদ ভাই মোদী।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর