বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সাল থেকে দেশের বুকে ক্ষমতায় বিরাজ করে চলেছে বিজেপি (BJP)। আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনেও বিজেপি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মুখ যে নরেন্দ্র মোদী (Narendra Modi) হতে চলেছেন, ইতিমধ্যে সে প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে অপরদিকে আবার বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়ে চলেছে বিরোধী দলগুলি আর এবার মোদী সরকারের বিরুদ্ধে যন্তরমন্তরে ধর্নায় বসলেন খোদ প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী (Prahlad Modi)।
উল্লেখ্য, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সহ সভাপতি পদে নিযুক্ত রয়েছেন প্রহ্লাদবাবু। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই চাল, গম এবং চিনি বিক্রি করে লাভের মুখ দেখা তো দূরের কথা, বরং ক্ষতির মুখোমুখি হয়ে চলেছেন রেশন ডিলাররা। এ প্রসঙ্গে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি ভারতবর্ষ জুড়ে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যাপারে দাবি জানিয়ে ধর্না মঞ্চে বসেছেন নরেন্দ্র মোদীর ভাই।
এদিন হাতে প্ল্যাকার্ড সহ অন্যান্য সদস্যদের সঙ্গে বিক্ষোভে সামিল হন প্রহ্লাদ। তিনি জানান, “আমাদের তরফ থেকে সকল দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে। এটি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেব। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, সেখানে আমাদের খরচ চালানো মুশকিল হয়ে পড়েছে। যেভাবে চাল, গম এবং চিনি বাবদ মাত্র ২০ পয়সা দাম বাড়িয়েছে কেন্দ্র, তা অনুচিত। আমাদের ভর্তুকি দেওয়ার দাবি জানাব। বাংলার ন্যায় দেশেও রেশন মডেল লাগু হোক।”
এছাড়াও তিনি জানান, “আমাদের ফেডারেশনের বৈঠকে পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে।” এই প্রসঙ্গে এদিন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, “আগামীকাল লোকসভা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে। ভর্তুকি দেওয়ার বিষয়ে আমরা আমাদের দাবি জানাতে চলেছি। অন্যান্য একাধিক প্রস্তাবনা রয়েছে, যা আমরা আগামীকাল স্পিকারের সামনে তুলে ধরব।”