বাংলাহান্ট ডেস্ক: চার বছরের পরিশ্রম, অতিমারি সামলে শুটিং আর জলের মতো টাকা খরচ করে বিনিময়ে শুধু নিন্দা আর কটুক্তি জুটেছে আমির খানের (Aamir Khan)। এতদিনের কেরিয়ারে এই প্রথম এমন বেকায়দায় পড়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। দর্শকরা ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) না দেখেই বয়কট করেছে। ক্ষতিপূরণ করতে নিজের পারিশ্রমিক পর্যন্ত ছেড়ে দিয়েছেন আমির। এবার পরিচালক প্রকাশ ঝা (Prakash Jha) মুখ খুললেন লাল সিং এর ব্যর্থতা নিয়ে।
বলিউডের বেশ নামী পরিচালক তিনি। মৃত্যুদণ্ড, ইয়ে শালি জিন্দেগি, চক্রব্যূহ, গঙ্গাজল, পরীক্ষা দ্য ফাইনাল টেস্ট, সান্ড কি আঁখ, মুঙ্গেরিলাল কে হসিন সপনে, দিল কেয়া করে, আশ্রমের মতো একের পর এক সুপারহিট ছবি এবং ওয়েব সিরিজ পরিচালনা করেছেন প্রকাশ ঝা। এবার বলিউডের বিরুদ্ধেই সরব হলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, ইন্ডাস্ট্রির এবার জেগে ওঠা উচিত। ওদের বোঝা উচিত যে বলিউড আবর্জনা বানাচ্ছে। প্রকাশ ঝা বলেন, শুধু টাকা, কর্পোরেট আর অভিনেতাদের কাঁড়ি কাঁড়ি পারিশ্রমিক দিলেই ছবি তৈরি হয়ে যায় না। ভাল গল্প লেখা চাই যেটা মানুষ বুঝবে আর তাদের বিনোদনও দেবে।
প্রকাশ ঝা এর পরামর্শ, নিজেদের শিকড়ের কাছে জুড়ে থাকা গল্প লিখুক পরিচালকরা। হিন্দি ইন্ডাস্ট্রির লোকজন হিন্দিতে কথা বলে অথচ বানাচ্ছে অন্য ভাষার ছবির রিমেক। এমন হলে ছবি তো ডুববেই।
মোট ১৮০ কোটি টাকা বাজেটের ছবি লাল সিং চাড্ডা। অথচ বক্স অফিসের যা পরিস্থিতি তাতে বিরাট ক্ষতির মুখে পড়তে চলেছে প্রযোজকরা।
প্রায় ৮০-৯০ কোটি টাকা তুলতে পারে লাল সিং চাড্ডা। সেই হিসাবে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলেছেন প্রযোজকরা। ছবির এই হালের জন্য ইতিমধ্যেই নাকি আমিরের দিকে আঙুল তুলেছে প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮। অভিনেতার দোষেই ডুবেছে লাল সিং চাড্ডা, অভিযোগ প্রযোজকদের।
তবে সাম্প্রতিক পাওয়া খবর বলছে, ১০০ কোটি টাকার ক্ষতি পূরণ করতে নাকি নিজের পারিশ্রমিক ছেড়ে দিয়েছেন আমির। অর্থাৎ চার বছরের পরিশ্রমের কোনো মূল্যই তিনি পাননি। সূত্রের খবর বলছে, আমির যদি পারিশ্রমিক দাবি করেন তাহলে প্রায় ১০০ কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়বেন প্রযোজকরা। তাই নিজের প্রাপ্য ছেড়ে দিয়েছেন আমির।