শিবাজির সময়ে ইলেকট্রিক বাল্ব! অক্ষয়ের সঙ্গে নরেন্দ্র মোদীকেও ব‍্যঙ্গ করলেন প্রকাশ রাজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নেটপাড়ায় ট্রোলারদের নতুন নিশানা অক্ষয় কুমার (Akshay Kumar)। ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে তাঁর প্রথম লুক যেদিন থেকে প্রকাশ‍্যে এসেছে সেদিন থেকেই নাগাড়ে ট্রোল হয়ে চলেছেন তিনি। উপরন্তু ছবির প্রথম ঝলকে ঝাড়বাতিতে ইলেকট্রিক বাল্ব নিয়ে আরোই হাসাহাসি শুরু হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। অভিনেতা প্রকাশ রাজও (Prakash Raj) কটাক্ষ করতে ছাড়েননি অক্ষয়কে।

‘বেদাত মরাঠে বীর দৌদলে সাত’ ছবির হাত ধরে মরাঠি ইন্ডাস্ট্রিতে পা রাখছেন অক্ষয়। সদ‍্য ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছে। আর সঙ্গে সঙ্গেই ভাইরালও হয়ে গিয়েছে তা। কারণ একটি ঝাড়বাতি আর তাতে লাগানো ইলেকট্রিক বাল্ব। ছত্রপতি শিবাজির সময়ে ইলেকট্রিক বাল্ব এল কীভাবে? বড়সড় ভুল করে নির্মাতারা কার্যত নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে। আর তার ফল ভুগতে হচ্ছে অক্ষয়কে।


সম্প্রতি একটি মিম শেয়ার করে অভিনেতাকে খোঁচা মেরেছেন প্রকাশ রাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।সঙ্গে অক্ষয়ের একটি পুরনো ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে প্রধানমন্ত্রী ‘গুটখাখোর’ অভিনেতাকে প্রশ্ন করছেন, শিবাজির সময়ে ইলেকট্রিক বাল্ব এলো কোথা থেকে? অক্ষয় উত্তর দিচ্ছেন, ‘যেভাবে ১৯৮৮ সালেই আপনার কাছে ডিজিটাল ক‍্যামেরা চলে এসেছিল।’

অক্ষয়ের সঙ্গে প্রকাশের বিবাদ অবশ‍্য এই প্রথম নয়। এর আগে ভারতীয় সেনার প্রতি অপমানজনক টুইট করায় রিচা চাড্ডার সমালোচনা করেছিলেন অক্ষয়। পালটা ‘খিলাড়ি কুমার’কে একহাত নিয়ে প্রকাশ বলেছিলেন, তাঁর থেকে রিচা অন্তত দেশবাসীর কাছে অনেক বেশি প্রাসঙ্গিক।

অভিনেতার মন্তব‍্যের তীব্র সমালোচনা করে তিনি লেখেন, ‘আপনার থেকে এটা প্রত‍্যাশা করিনি অক্ষয় কুমার। স‍্যার আপনার থেকে রিচা চাড্ডা আমাদের দেশের জন‍্য অনেক বেশি প্রাসঙ্গিক।’

সম্পর্কিত খবর

X