বাংলাহান্ট ডেস্ক: ঋণ নিয়ে হলেও মানুষকে সাহায্য করে যাবেন, এমনটাই বক্তব্য প্রকাশ রাজের (Prakash Raj)। তামিল ও তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা প্রকাশ। তারকাদের মধ্যে তিনিই প্রথম অভিনেতা যিনি করোনা (coronavirus) মোকাবিলায় অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন।
প্রথম লকডাউন ঘোষনা হওয়ার সময়ই ছবির সঙ্গে যুক্ত কর্মীদের মে মাস পর্যন্ত বেতনের ব্যবস্থা করে দিয়েছিলেন। লকডাউন শুরু হলে দৈনিক মজুরির শ্রমিকরা অসুবিধায় পড়তে পারেন সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন অভিনেতা।
ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন প্রকাশ রাজ। সম্প্রতি একটি টুইটে তাঁর প্রতিষ্ঠানের খাবার বিতরণের উদ্যোগের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। প্রকাশ লিখেছেন, ‘আমার অর্থ ক্রমশ শেষ হয়ে আসছে। কিন্তু ঋণ নেব ও মানূষকে সাহায্য করে যাব আমি। কারন আমি জানি আমি আবার রোজগার করতে পারব। এই কঠিন সময়ে মানবসভ্যতা যদি বেঁচে যায়, হাত জোড় করে বলছি সবাই একসঙ্গে লড়াই করি। জীবন ফিরিয়ে দিই।’
https://twitter.com/prakashraaj/status/1252108342408994816?s=19
এখনও পর্যন্ত প্রায় ১০০০টা পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা। প্রশাসনের নির্দেশ মতো মানুষকে বাড়িতে থাকতে অনুরোধ করেছেন তিনি। এভাবেই মোকাবিলা করা সম্ভব করোনা ভাইরাসের সঙ্গে।
On my birthday today ..I did this .gave shelter to 11 stranded workers from Pondichery..chennai.. Khammam.. it’s not just government s responsibility..it’s ours too. #COVID2019 #21daylockdown #kuchKaronna .. let’s celebrate humanity .. let’s fight this united .. 🙏 #JustAsking pic.twitter.com/OX9hWqH05N
— Prakash Raj (@prakashraaj) March 26, 2020
এর আগে ২৬ মার্চ তাঁর জন্মদিনে চেন্নাই, পণ্ডিচেরী ও খাম্মামের ১১ জন অসহায় শ্রমিককে তাঁর বাগান বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন প্রকাশ। সেই সঙ্গে সবাইকে অনুরোধ করেন অন্তত একজন অসহায় মানুষকে সাহায্য করতে এই কঠিন পরিস্থিতিতে।