‘রিচার পাশে আছি’, টুইট বিতর্কে অভিনেত্রীকে সমর্থন করে অক্ষয়কে ধমকালেন প্রকাশ রাজ

বাংলাহান্ট ডেস্ক: রিচা চাড্ডার (Richa Chadha) টুইট বিতর্কে এখনো সরগরম নেটপাড়া। ভারতীয় সেনাবাহিনীকে অপমানের অভিযোগে তীব্র সমালোচনার শিকার হয়ে চলেছেন তিনি। ধিক্কার জানিয়েছেন অক্ষয় কুমারও (Akshay Kumar)। এবার অভিনেতা রাজনীতিক প্রকাশ রাজকে (Prakash Raj) পাশে পেলেন রিচা।

সম্প্রতি নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন‍্যান্ট জেনারেল একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেওয়ার জন‍্য ভারতীয় সেনা সম্পূর্ণ রূপে তৈরি। সরকারের নির্দেশের অপেক্ষা শুধু। আর পাকিস্তান যদি সীমান্তে শান্তিভঙ্গ করার চেষ্টা করে তবে ফলাফল তাদের কল্পনারও বাইরে হবে।

Akshay richa
এই টুইটের উত্তরেই রিচা খানিকটা ব‍্যঙ্গের সুরেই লিখেছিলেন, ‘গালওয়ান হাই বলছে।’ রিচার বিতর্কিত টুইটের স্ক্রিনশট শেয়ার করে অক্ষয় লিখেছিলেন, ‘এসব দেখলে কষ্ট লাগে। আমাদের সেনাবাহিনীর প্রতি কোনো ভাবেই আমাদের অকৃতজ্ঞতা যেন প্রকাশ না পায়। ওরা আছে বলেই আজ আমরা আছি।’

এবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে পালটা অক্ষয়ের উদ্দেশে কটাক্ষ শানালেন প্রকাশ রাজ। খিলাড়ি অভিনেতার মন্তব‍্যের তীব্র সমালোচনা করে তিনি লেখেন, ‘আপনার থেকে এটা প্রত‍্যাশা করিনি অক্ষয় কুমার। স‍্যার আপনার থেকে রিচা চাড্ডা আমাদের দেশের জন‍্য অনেক বেশি প্রাসঙ্গিক।’ সঙ্গে তিনি আরো লেখেন, ‘হ‍্যাঁ আমরা আপনার পাশে আছি। আমরা বুঝতে পেরেছি আপনি কী বলতে চেয়েছিলেন।’

এই প্রথম ইন্ডাস্ট্রির মধ‍্যেকার কোনো ব‍্যক্তির সমর্থন পেলেন রিচা। একাধিক ব‍্যক্তিত্ব ধিক্কার জানিয়েছে রিচাকে। এমনকি ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফেও বিষয়টা নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে রিচাকে। তিনি অবশ‍্য টুইটটি মুছে ফেলেছেন আগেই। চেয়েছেন ক্ষমাও। তবে তাতে যে চিঁড়ে ভেজেনি তা স্পষ্ট।


Niranjana Nag

সম্পর্কিত খবর