গেরুয়া পরা স্বামীজি ধর্ষণ করলে ক্ষতি নেই! দীপিকার পাশে দাঁড়িয়ে বেনজির যুক্তি প্রকাশ রাজের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নেটপাড়ায় এখন বিতর্কের একটাই নাম, ‘বেশরম রঙ’ (Besharam Rang)। শাহরুখ খান, দীপিকা পাডুকোনের (Deepika Padukone) আসন্ন ছবি ‘পাঠান’ এর প্রথম মুক্তিপ্রাপ্ত গান এটি। প্রথম গানেই নিন্দার ঝড় উঠেছে নেটমাধ্যমে। পাঠান বয়কটের ডাকের পাশাপাশি অশ্লীলতার দায়ে কটাক্ষের মুখে পড়েছেন শাহরুখ দীপিকাও। সকলেই যখন অভিনেত্রীর বিরুদ্ধে বলছেন, তখন সবার বিপক্ষে গিয়ে তাঁর পাশে দাঁড়ালেন অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)।

বেফাঁস মন্তব্যের জন্য বিশেষ পরিচিতি রয়েছে প্রকাশ রাজের। সাধারণত স্রোতের বিপরীতে হাঁটতেই পছন্দ করেন তিনি। বেশরম রং তথা অভিনেতা অভিনেত্রীর পোশাক নিয়ে ব্যাপক শোরগোল চলছে নেটদুনিয়ায়। অশ্লীলতার দায়ে কাঠগড়ায় তোলা হয়েছে শাহরুখ দীপিকাকে। এবার সবাইকে চমকে দিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন প্রকাশ রাজ।


সম্প্রতি এক টুইটে তীব্র ব্যঙ্গ করে তিনি লিখেছেন, ‘বেশরম ধর্মান্ধ লোকজন। যখন গেরুয়া পরে লোকজন ধর্ষকদের গলায় মালা পরায়, ঘৃণা ভরা বক্তৃতা দেয়দেয় তখন কিছু হয় না। দালাল বিধায়ক, গেরুয়া পরা স্বামীজি দলিতকে ধর্ষণ করেন, কিন্তু ছবিতে একটা পোশাক নিয়েই যত সমস্যা! ইন্দোরে শাহরুখের ছবি পোড়ানো হচ্ছে, পাঠান বয়কটের দাবি উঠছে’।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বীর শিবাজি গ্রুপের তরফে সম্প্রতি ইন্দোরে বিক্ষোভ দেখানো হয় পাঠান এবং বেশরম রঙ গানটির বিরুদ্ধে। হিন্দু ধর্মাবেগে আঘাত দেওয়ার অভিযোগে শাহরুখ এবং দীপিকার ছবি, পোস্টার পোড়ানো হয়।

prakash raj
পাশাপাশি ভোপালের মুসলিম সংগঠনের তরফেও পাঠান ব্যান করার দাবি উঠেছে। AITMC এর চেয়ারপার্সন ওসাফ শাহমিরি খুররম দাবি করেছেন, পাঠান মুসলিম বিরোধী ছবি। শাহরুখের ছবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তিনি মন্তব্য করেন, ইসলামের নিয়ম, কানুন, বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে ধর্মকে অসম্মান করা হয়েছে ‘বেশরম রং’ গানে। এটা মেনে নেওয়া সম্ভব নয়।

X