বাংলাহান্ট ডেস্কঃ চিটফান্ড কাণ্ডে এবার গ্রেফতার হলেন বর্ধমান (burdwan) পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় (pranab chatterjee)। বর্ধমান সানমার্গ চিটফান্ড কাণ্ডে প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। চিটফান্ড কাণ্ডের তদন্তের সূত্র ধরেই বর্ধমানে হানা দিয়ে এবং এই পুরসভার প্রশাসকের বাড়িতেও হানা দেয় সিবিআইয়ের একটি দল।
প্রণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি সংস্থার থেকে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। তবে এই বিষয়ে তাঁর স্ত্রী কিছুই জানেন না বলেই জানিয়েছেন। শুক্রবার সকালেই তাঁর বাড়িতে হানা দেওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়। এদিনই তাঁকে আদালতেও পেশ করা হয় এবং আদালতে তাঁকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশও দিয়েছে।
নিজের বাড়িতে সিবিআই হানা দেওয়ার পর প্রণব চট্টোপাধ্যায়ের স্ত্রী রেখা চট্টোপাধ্যায় জানান, ‘সিবিআইয়ের টিম এসেছিল আমাদের বাড়িতে। আর এসে তাঁরা সানমার্গ সংক্রান্ত কিছু তদন্ত করে। এবিষয়ে আমার কিছু জানা নেই বলেই জানিয়েছি। তবে কিছুদিনের জন্য আমাদের বিল্ডিংয়ে একটি ঘর ভাড়া নিয়েছিল সানমার্গ। আমার স্বামীকে কেন গ্রেফতার করা হল, সে বিষয়ে কিছুই জানি না আমি’।
প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতারের বিষয়ে সিবিআই জানিয়েছে, বর্ধমান সানমার্গ নামে ওই চিটফান্ড সংস্থা থেকে একাধিকবার ধাপে ধাপে প্রায় ৩.৭৫ কোটি টাকা নিয়েছেন প্রণববাবু। বিভিন্ন সুবিধা অবৈধভাবে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কখনো দোকানঘরের ব্যবস্থা করে, আবার কখনো লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে টাকা নেন প্রণব চট্টোপাধ্যায়। তবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের সঙ্গে তাঁর বয়ানের অসঙ্গতি থাকায়, তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় কিছুটা অস্বস্তিতে পড়েছে শাসকদল।