DRDO এর নতুন প্রোজেক্ট! দুশো কিমি দূরে থাকা শত্রুদের খতম করতে বিকশিত করা হচ্ছে প্রণাশ মিসাইলকে

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের স্থল আর বায়ুসেনার মারক ক্ষমতা বাড়ানোর জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) প্রণাশ মিসাইলকে (pranash missile) আরও উন্নত করছে। ২০০ কিমি রেঞ্জের এই ট্যাকটিক্যাল ব্যালেস্টিক মিসাইলকে পরম্পরাগত ওয়ারহেড এর সাথে যুক্ত করা হবে। এই মিসাইলের ব্যবহার কোন সামরিক আর রণনৈতিক লক্ষ্যকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হবে।

প্রণাশ মিসাইলে প্রহার মিসাইলের আধুনিক রুপ। প্রহারের ক্ষমতা ১৫০ কিমি পর্যন্ত শত্রুকে ধ্বংস করতে সক্ষম। এই মিসাইলকেও ট্যাকটিক্যাল মিশনের জন্য DRDO দ্বারা বিকশিত করা হচ্ছে। এছাড়াও জমি থেকে জমিতে লক্ষ্য ভেদ করার জন্য বিশেষ প্রকারের জ্বালানি ব্যবহার করা হচ্ছে।

আগামী দুই বছরে প্রণাশের ট্রায়াল শুরু করা হবে। এই সময় সিঙ্গেল রেঞ্জ স্টেজ সলিড প্রোপলেন্ট ফর্মুলাকে বিদেশে বিক্রি করার জন্য উপলব্ধ করানো হবে। এই মিসাইলের রেঞ্জ বিক্রি করার জন্য আন্তর্জাতিক নিয়ম মানা হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর