ভারতের প্রথম প্রতিবন্ধী মহিলা আইএএস অফিসার প্রাঞ্জল পাতিল, জেনে নিন তাঁর সম্পর্কে কিছু তথ্য

বাংলা হান্ট ডেস্ক : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আইএএস আইপিএস এবং আইএফএস পদের জন্য পরীক্ষা নেয়,আর এই পদগুলিতে আবেদন করে চাকরির জন্য দেশের বড় বড় মেট্রোপলিটন শহরগুলির লক্ষাধিক প্রার্থী কোচিং সেন্টার গুলিতে প্রশিক্ষণ দেয়। তারপর পরীক্ষা দিয়ে যোগ্যতা হিসেবে নির্বাচিত হয়, বিরতি হয় অনেকটা পথ আর এই জার্নির পথে পথচারী ছিলেন প্রাঞ্জল পাতিল। অনেক কঠোর পরিশ্রম সংগ্রাম এবং লড়াই করে আজ তিনি দেশের প্রথম প্রতিবন্ধী মহিলা আইএএস অফিসারের তকমা পেয়েছেন।

14 অক্টোবর তারিখে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের সাব কালেক্টর পদের দায়িত্ব গ্রহণ করেন, সে সময় সংবাদমাধ্যমের সামনে তিনি সকলকে একটাই বার্তা দিয়েছেন কখনোই পরাজিত হবেন না কখনও হাল ছাড়বেন না। মহারাষ্ট্রের উলহাস নগরের বাসিন্দা বাতিল মাত্র ছয় বছর বয়সে দৃষ্টি হারিয়েছিলেন। যদিও সেই প্রতিবন্ধকতা তাঁর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। 2016 সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় 773 ব্যাংক করে কিছুটা হলেও ভেঙে পড়েছিলেন কিন্তু ঠিক তার পরের বছরই 124 এই নাম তোলেন তিনি।

এর পর প্রশিক্ষণ চলার সময় এর্নাকুলামের সহকারী কালেক্টর হিসেবে নিযুক্ত হন, তখন থেকেই পরাজিত না হয়ে এগিয়ে যাওয়ার বার তাঁকে সামনে রেখে এবং প্রচেষ্টায় সাফল্য পাবার চেষ্টা চালিয়েছিলেন বাতিল। সত্যিই এই ত্রিশ বছর বয়সী কেরলের ক্যাডার অফিসার আমাদের সকলের সামনে এক অন্যতম সাহসিকতা এবং জিরো তার উদাহরণ হয়ে রইলেন।

দায়িত্ব নেওয়ার দিন প্রাক্তন কালেক্টর গোপালকৃষ্ণনের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন পাতিল, র পর তিনি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাত্কার দিতে গিয়ে জানিয়েছেন, এই পদে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছেন পাশাপাশি তিনি আরও জানান তাঁর সহকর্মী এবং স্থানীয় মানুষজনদের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছেন।


সম্পর্কিত খবর