সাসপেন্ড হতেই কুণালের দ্বারস্থ প্রান্তিক! শর্ট ফিল্মের রিলিজ পিছোবে? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের কাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। এমতাবস্থায় এই ঘটনার প্রেক্ষাপটে ছবি আনছেন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা ভট্টাচার্য এবং টিএমসিপির ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তী। এই শর্ট ফিল্ম আনার কথা ঘোষণা হতেই দু’জনকে সাসপেন্ড করে দল। এবার সোজা কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে দেখা করলেন প্রান্তিক।

  • আচমকা কেন কুণালের (Kunal Ghosh) সঙ্গে দেখা প্রান্তিকের?

সম্প্রতি ‘আগমনী তিলোত্তমাদের গল্প’ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন কুণাল। বলেছিলেন, ‘আরজি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবির খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী’।

এবার রবিবার সেই কুণালের সঙ্গেই দেখা করলেন এই ছবির পরিচালক। সূত্র মারফৎ জানা যাচ্ছে, কুণাল তাঁদের বোঝানোর চেষ্টা করেন এই স্বল্প দৈর্ঘ্যের ছবি এখন রিলিজের প্রয়োজন নেই। তৃণমূল (Trinamool Congress) নেতা বলেন, এই সিনেমা যেহেতু আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি, তাই বর্তমানে সময়ে দলের কেউ যদি আরজি কর নিয়ে ছবি বানান তাহলে জনতার কাছে ভুল বার্তা যেতে পারে। জানা যাচ্ছে, আরজি কর ইস্যু নিয়ে নতুন করে অস্বস্তি বাড়ুক সেটা একেবারেই চাইছে না তৃণমূল।

আরও পড়ুনঃ ৭৯০ কোটি টাকা! কলকাতা হাইকোর্টে বড় জয় অম্বানির! কোন মামলায় জানেন?

এদিকে প্রান্তিক-রাজন্যার ‘আগমনী তিলোত্তমাদের গল্প’ রিলিজের কথা রয়েছে ২ অক্টোবর। মহালয়ার দিন এই সিনেমা মুক্তি পাবে বলে আগেই জানানো হয়েছিল। তবে কুণালের (Kunal Ghosh) সঙ্গে প্রান্তিকের দেখা হওয়ার পর মনে করা হচ্ছে, ছবি মুক্তি পিছিয়ে যেতে পারে। কিংবা একেবারেও বন্ধ হয়ে যেতে পারে। এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হল সেটা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে খবর।

Kunal Ghosh reveals why Rajanya Haldar Prantik Bhattacharya got suspended

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, ধর্ষিতা হয়ে হত্যা করা হয়েছে তাঁকে। এই ঘটনার (RG Kar Case) পর ফের একবার রাজ্যে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। হাসপাতাল, মেডিক্যাল কলেজে নিরাপত্তা বাড়ানোর দাবিতে প্রতিবাদে নেমেছিল জুনিয়র চিকিৎসকরা। বর্তমানে অবশ্য কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফিরেছেন তাঁরা। এই ঘটনায় নতুন করে অস্বস্তি বাড়ুক সেটা রাজ্যের শাসক দল একেবারেই চাইছে না বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর