বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতের ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ ভারতীয় ক্রিকেটের একাধিক দুর্দান্ত খেলোয়াড়কে বেছে নিয়ে তার সর্বকালের সেরা ভারতীয় প্লেয়িং একাদশ তৈরি করেছেন। ভারতের ১০০০ তম একদিনের ম্যাচের লগ্নে ভেঙ্কটেশ প্রসাদ তার এবং আজকের যুগের সেরা ক্রিকেটারদের বেছে নিয়ে এই একাদশ তৈরি করেছেন।
ভেঙ্কটেশ প্রসাদ তার পছন্দের একাদশে ওপেনিং ব্যাটার হিসেবে বীরেন্দ্র সেওবাগকে একাদশে অন্তর্ভুক্ত করেছেন। তার ওপেনিং পার্টনার হিসেবে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন টেন্ডুলকারকে বেছে নিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। সেইসঙ্গে প্রত্যাশিতভাবেই বিরাট কোহলিকে তিন নম্বরে ব্যাট করার জন্য এবং আশ্চর্যজনক মহম্মদ আজহারউদ্দিনকে চার নম্বরে ব্যাট করার জন্য বেছে নিয়েছেন তিনি।
ভেঙ্কটেশ প্রসাদ অলরাউন্ডার যুবরাজ সিংকে ৫ নম্বরে ব্যাট করার জন্য বেছে নিয়েছেন। ভেঙ্কটেশ প্রসাদ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তার একাদশে ৬ নম্বর এবং উইকেটরক্ষকের ভূমিকার জন্য বেছে নিয়েছেন। কিন্তু তার হাতে অধিনায়কত্ব দেননি। ৭ নম্বরে অলরাউন্ডার হিসাবে তিনি বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক কপিল দেবকে জায়গা দিয়েছেন।
As Indian Team is gearing up to play their #1000thODI , this is my all time India ODI playing X1 .
Sehwag
Tendulkar
Kohli
Azharuddin
Yuvraj
Dhoni
Kapil Dev
Kumble
Harbhajan
Javagal Srinath
Zaheer Khan— Venkatesh Prasad (@venkateshprasad) February 6, 2022
এরপর স্পিন বোলার হিসাবে অফ-স্পিনার হরভজন সিং এবং লেগ-স্পিনার অনিল কুম্বলে-এর স্পিন জুটিকে বেছে নিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। পেসার হিসাবে জায়গা দিয়েছেন জাহির খান এবং জাভাগল শ্রীনাথ-কে। তবে সৌরভ গাঙ্গুলি এবং রোহিত শর্মার এই দলে জায়গা না হওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।