এবার প্রশান্ত কিশোর রাহুল গান্ধীকে দিলেন বড় চ্যালেঞ্জ !

বাংলা হান্ট ডেস্ক : বরাবরই নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি র বিরোধিতা করে এসেছেন ভোট গুরু প্রশান্ত কিশোর। প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মুখ খুলে সমস্ত অ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এক হওয়ার বার্তা দেন তিনি। এমনকি টুইটেও মুখ খুলেছিলেন তবে এবার নাগরিকতা সংশোধনী আইন এবং এন আর সি নিয়ে রাহুল গান্ধীকে আবেদন জানালেন ভোট গুরু তথা জেডিইউ এর সভাপতি প্রশান্ত কিশোর।

কংগ্রেসের তরফে সরাসরি সরকারি ভাবে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা যাবে না এমনটা ঘোষণার আবেদন জানালেন তিনি। অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান প্রশান্ত কিশোর।rahul gandhi 1

কয়েকদিন আগে  ট্যুইট করে ‘সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এখন বিচারবিভাগ ছাড়া ভারতের আত্মাকে রক্ষা করার দায়িত্ব ১৬ জন অবিজেপি মুখ্যমন্ত্রীর উপর। কারণ সেই রাজ্যগুলিকেও নিজেদের জায়গায় এই আইন কার্যকরী করতে হবে। CAB ও NRC-কে না করে দিয়েছেন তিন মুখ্যমন্ত্রী। নিজেদের অবস্থান স্পষ্ট করার সময় এসেছে অন্যান্যদেরও।’

একইসঙ্গে তিনি ট্যুইট করে আরও লেখেন, প্রশান্ত কিশোর ট্যুইট করে লেখেন, ‘জনতা দল ইউনাইটেড লোকসভায় নাগরিকতা সংশোধন বিলকে সমর্থন দেওয়াতে আমি হতাশ। এই বিল নাগরিকতার অধিকারের দিক থেকে ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করবে। এটি দলের সংবিধানের সাথে মিল খায়না, দলের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দ প্রথম পাতাতেই তিন বার লেখা আছে। দলের নেতৃত্বে যারা আছেন, তাঁরা গান্ধীর সিদ্ধান্ত মানেন।”


সম্পর্কিত খবর