৬০ বছর বয়সেও চির তরুণ, কিভাবে নিজেকে এত গ্ল্যামারাস রাখেন প্রসেনজিৎ?

বাংলাহান্ট ডেস্ক : তিনি কেবলমাত্র টলিউড (Tollywood) অভিনেতা নন। তিনি পেয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির তকমা। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee) বলিউডে রাজত্ব করলেও তিনি বরাবরই থেকে গেছেন বাংলা সিনেমা জগতেই। কথা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prasenjit Chatterjee) নিয়ে।

অভিনয় জগতে তিনি কাটিয়ে ফেলেছেন ৪০ টা বছর। একটা সময় গোটা ইন্ডাস্ট্রি টাকেই নিজের হাতে সামলেছেন জনপ্রিয় এই অভিনেতা। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে আজও তিনি বিরাজ করছেন দর্শকদের মনে। কমার্শিয়াল সিনেমা হোক কিংবা আর্ট ফিল্ম, তার জুড়ি মেলা ভার। আজও গোটা ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি তিনি পা রেখেছেন বলিউডে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘জুবিলী’।

Prasenjit Chatterjee

কিন্তু তাকে দেখে মোটেই বোঝার উপায় নেই যে তিনি জীবনের ৬০ বছর অতিক্রম করে ফেলেছেন। কিভাবে তিনি নিজেকে এতটা ফিট রাখেন? কি রহস্য রয়েছে এর পেছনে? তা জানতে আগ্রহী হাজার হাজার ভক্ত। আজকের এই প্রতিবেদনে জানাবো বিস্তারিত।

Prasenjit Chatterjee

আজ থেকে প্রায় ২০ বছর আগে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়। নিজেকে সুস্থ রাখতে তিনি গ্রহণ করেছেন একাধিক পদক্ষেপ। বাইরের খাবার কখনও ছুঁয়েও দেখেন না সকলের প্রিয় বুম্বাদা। টলিউডের পার্টি কিংবা ইভেন্টে গেলে খাবার খান মেপে।

Prasenjit Chatterjee

প্রতিটা দিন খাবারের তালিকায় রাখেন স্যালাড। নিয়ম করে খান টক দই এবং ফলের রস। পুষ্টিকর খাবার ছাড়া অন্য কিছু তিনি স্পর্শই করেন না। শুটিংয়ে থাকাকালীন তাঁর ভরসা ডাবের জল, ব্ল্যাক কফি এবং টক দই। তবে কেবলমাত্র খাবার কন্ট্রোলই নয় তার সাথে কঠোর শারীরিক পরিশ্রম করেন সকলের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ।

Prasenjit Chatterjee

শরীরে জন্মাতে দেননি একটুও মেদ। ৬০ বছর বয়সে এসেও তিনি একেবারে ফিটফাট। আসলে অভিনেতা অনেক আগেই জানিয়েছিলেন, ভারতীয় দলের তারকা বিরাট কোহলির বড় ভক্ত তিনি। এমনকি বিরাটের ডায়েট চাট মেনে চলার চেষ্টা করেন বুম্বাদা। তবে সবটাই করেন ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ মেনে।


additiya

সম্পর্কিত খবর