বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড (troll) হলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (prasenjit chatterjee)। কবি মাইকেল মধূসূদন দত্তের (Michael madhusudan dutt) জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করতে গিয়েই চরম ভুল করে বসেছেন প্রসেনজিৎ। মাইকেল মধুসূদন দত্তের জায়গায় ভুল করে সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর (upendrakishore roychowdhury) ছবি পোস্ট করে ফেলে প্রসেনজিতের ডিজিটাল টিম।
এদিন মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন প্রসেনজিৎ। লেখা হয়, ‘বাংলা সাহিত্যের, বিশেষ করে রেনেসাঁস সময়ের অন্যতম কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, যাঁর শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ – সেই মহামানবের জন্মবার্ষিকীতে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।’
তবে মধুসূদন দত্তের ছবির জায়গায় উপেন্দ্রকিশোরের ছবি পোস্ট করে দেওয়া হয়। পোস্টটি নিয়ে হইচই শুরু হতেই তড়িঘড়ি ডিলিট করছ দেওয়া হয় তা। ফের একটি সংশোধিত পোস্ট করে শ্রদ্ধা জানানো হয় কবিকে। সেখানে বক্তব্য একই থাকলে উপেন্দ্রকিশোরের ছবি বদলে দেওয়া হয় মধুসূদনের ছবি। সেই সঙ্গে পোস্টের নিচে ক্ষমা প্রার্থনা করে লেখা হয় আগের পোস্টটি ডিজিটাল টিমের ভুলের কারণেই হয়েছে।
তাতে অবশ্য ট্রোলের হাত থেকে রেহাই পাননি প্রসেনজিৎ। পোস্ট মুছে ফেলার আগেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আবার অনেকে বলেন, গুগল থেকেই মধুসূদন দত্তের বদলে উপেন্দ্রকিশোরের ছবিটি ডাউনলোড করেছেন প্রসেনজিৎ।
প্রসঙ্গত, সম্প্রতি জানা যায় OTT প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন প্রসেনজিৎ। বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারির সঙ্গে হিন্দি ওয়েব সিরিজ ‘স্টারডাস্ট’এ দেখা যাবে তাঁকে।
‘সেক্রেড গেমস’ খ্যাত পরিচালক বিক্রম মোতওয়ানে রয়েছেন ওয়েব সিরিজটির পরিচালনায়। জানা গিয়েছে, চল্লিশের দশকে সিনে ইন্ডাস্ট্রির গোপন গল্প উঠে আসবে এই সিরিজে। ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতি, হিংসা, কেচ্ছা সব নিয়েই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ স্টারডাস্ট।
প্রসেনজিৎ, অদিতি ছাড়াও সিরিজে রয়েছেন আয়ুষ্মান খুরানার ভাই অপরাশক্তি খুরানা। এছাড়া টলিউডের কয়েকজন তারকারও দেখা মিলবে এই সিরিজে। গত বছরের মার্চেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল সিরিজটির শুটিং। কিন্তু লকডাউনের জন্য তা পিছিয়ে যায়। চলতি বছরের মার্চেই ফের শুটিং শুরুর পরিকল্পনা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে কোন OTT প্ল্যাটফর্মে সিরিজটি দেখা যাবে তা এখনো জানা যায়নি।