বাংলাহান্ট ডেস্ক : বহুদিন ধরেই তুঙ্গে ছিল জল্পনা। কিন্তু এবার সব জল্পনার অবসান করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর নিজেই। এদিন ট্যুইট করে সাফ জানালেন কংগ্রেসে যোগদান করছেন না তিনি।
বিগত মাস কয়েক ধরেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে একাধিকবার বৈঠক সারেন প্রশান্ত কিশোর। কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে সামনের লোকসভা ভোটে কীভাবে এই ভাঁটা থেকে দলকে বের করা যায় তার জন্য একটি রোডম্যাপও বানিয়ে দেন তিনি। তাঁর এই বৈঠককে ঘিরেই তুঙ্গে ওঠে রাজনৈতিক জল্পনা।
জানা যাচ্ছে ১০ জনপদের এই বৈঠকে সোনিয়া গান্ধী এমপাওয়ার্ড অ্যাকশান গ্রুপ ২০২৪ নামের একটি কমিটি তৈরি করে দলে যোগ দিয়ে সেটির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন প্রশান্ত কিশোরকে। সেই প্রস্তাবই ফিরিয়ে দিলেন ভোট কুশলী।
এদিন ট্যুইট করে তিনি জানান, ‘কংগ্রেস এমপাওয়ার্ড অ্যাকশান গ্রুপ ২০২৪ এর দায়িত্ব নেওয়ার যে প্রস্তাব আমায় দিয়েছিল আমি তা ফিরিয়ে দিয়েছি। এখন আমার যোগদানের চেয়েও আসন্ন ভোটের জন্য দলের কাছে বেশি প্রয়োজনীয় সঠিক নেতৃত্ব নির্বাচন এবং সমস্যা সমাধানের সদিচ্ছা দেখানো।’ ট্যুইট করে একই কথা জানিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুর্যেওয়ালাও।
I declined the generous offer of #congress to join the party as part of the EAG & take responsibility for the elections.
In my humble opinion, more than me the party needs leadership and collective will to fix the deep rooted structural problems through transformational reforms.
— Prashant Kishor (@PrashantKishor) April 26, 2022
প্রসঙ্গত উল্লেখ্য,এর আগে দলের পরামর্শ দাতা হিসেবে তাঁকে নিয়োগ করতে চাইলে কংগ্রেসের সেই প্রস্তাবও এড়িয়ে যান প্রশান্ত কিশোর৷ দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই একাধিক বৈঠকের পরও সুকৌশলে সেই চুক্তি এড়ান ভোট কুশলী। এরপর বহু খুঁজে পিকের ‘বিকল্প’ হিসেবে পিকেরই এককালের সহকর্মী সুনীল কানুগুলুকে দলের পরামর্শদাতা নিয়োগ করে কংগ্রেস।