মহামারীতেও করা যাবে ভোট! ‘একমাত্র নিরাপদ’ ভোট করানোর নতুন পথ বাতলে দিলেন প্রশান্ত কিশোর

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সঙ্গে বললেন, ভোটমুখী রাজ্যগুলির ৮০ শতাংশ মানুষের দুটি টিকা সম্পন্ন না হলে, ভোট করা যাবে না। পাঁচ রাজ্যের ভোট করার ক্ষেত্রে এমনই কিছু শর্ত রাখলেন প্রশান্ত কিশোর।

ভোট কুশলী প্রশান্ত কিশোর এবার নিজেই নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানালেন কমিশনের কাছে। তাঁর মতে, কমিশনের বেঁধে দেওয়া নির্বাচন বিধি, কেউই মান্য করে না। রাজনৈতিক দলগুলোর জন্য বেঁধে দেওয়া করোনা বিধি, সম্পূর্ণই নিরর্থক। এই বিধি কেউই মান্য করে না।

https://twitter.com/PrashantKishor/status/1479353539222642689?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1479353539222642689%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fnational%2Fprashant-kishor-post-on-only-safe-way-to-hold-polls-amid-covid-19-third-wave-sanj-716207.html

নির্বাচন ইস্যুতে শুক্রবার ট্যুইটারে প্রশান্ত কিশোর লেখেন, ‘৮০ শতাংশ জনগণের করোনার দুটি ভ্যাকসিনই দিতে হবে ভোটমুখী রাজ্যগুলিতে। আর এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। করোনার সময়ে পাঁচ রাজ্যের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠভাবে করার এটাই একমাত্র পথ, নইলে সবটাই অনর্থক’।

জানিয়ে রাখি, দেশে উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। করোনা বিধি নিষেধ জারি করার পরও, সাধারণ মানুষের মধ্যে সেই বিধি নিষেধ মান্য করার খুব একটা প্রবণতা দেখা যাচ্ছে না। এখনও অনেকে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছেন, যোগ দিচ্ছেন জমায়েতেও।

ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ১০০ জন পার করে গেছে। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৭.৭৪ শতাংশ। সুস্থ হয়ে গিয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৩৬৩ জন। সঙ্গে বাড়ছে ওমিক্রন হানাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন।

Smita Hari

সম্পর্কিত খবর