ভোটকুশলী অতীত! নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন প্রশান্ত কিশোর, চাপে মোদী-মমতা?

বাংলা হান্ট ডেস্কঃ দুঁদে ভোটকুশলী হিসেবে দেশজুড়ে খ্যাতি রয়েছে প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। বাংলার মানুষের কাছেও তিনি অতি পরিচিত নাম। একুশের বিধানসভা নির্বাচনে সবুজ ঝড়ের নেপথ্যে আই প্যাকের অবদানের কথা কারোর অজানা নয়। এবার সেই পিকে-ই নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন। আগামী ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তাঁর দলের নাম।

বিধানসভা ভোটকে পাখির চোখ পিকের (Prashant Kishor)!

জানা যাচ্ছে, ইতিমধ্যেই নতুন রাজনৈতিক দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রবিবার পাটনার বাপু সভাঘরে বৈঠকে বসেছিলেন প্রশান্ত কিশোর। সেখানে ‘জন সুরজ অভিযান’এর জেলা স্তরের পদাধিকারীরা হাজির হয়েছিলেন। গান্ধী জয়ন্তীর দিন আনুষ্ঠানিকভাবে ‘জন সুরজ অভিযান’কে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করা হবে। নাম রাখা হবে ‘জন সুরজ দল’ (Jan Suraaj Dal)।

এদিকে ২ অক্টোবর রাজনৈতিক দলের অফিশিয়াল ঘোষণার আগে পিকে-র বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। ‘জন সুরজ অভিযান’এর পদাধিকারীদের সঙ্গে রাজ্য স্তরে ৮টি বৈঠক করার কথা আছে তাঁর। সূত্র মারফৎ জানা যাচ্ছে, দল তৈরির প্রক্রিয়া চূড়ান্ত করা, দলের গঠনতন্ত্রের খসড়া বানানো, নেতৃত্বের পরিকাঠামো তৈরি সহ ওই বৈঠকগুলিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুনঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল CBI, তোলপাড় বাংলা!

এদিকে আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) নতুন রাজনৈতিক দল আনার বিষয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। উল্লেখ্য, বিহারের তৃণমূল স্তরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো বিষয়গুলিকে তুলে ধরার উদ্দেশে ‘জন সুরজ অভিযান’ শুরু হয়েছিল। সেই অভিযানের মুখ ছিলেন পিকে। তবে এবার আরও একধাপ এগিয়ে রাজনৈতিক দল আনতে চলেছেন তিনি।

Prashant Kishor announces he will contest in Bihar Assembly Elections

আগামী বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের জেডিইউ-এর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বওয়া শুরু হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। এদিকে আবার আরজেডির ভোটব্যাঙ্ক যাদব এবং মুসলিম ভোটব্যাঙ্ক ছাপিয়ে কতখানি বিস্তৃত হবে সেটা নিয়েও দেখা দিয়েছে জল্পনা। এসবের মাঝে পিকের নতুন দল রাজনীতির ময়দানে কতখানি ছাপ ফেলতে পারে সেদিকেই নজর থাকবে সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর