বাংলা হান্ট ডেস্কঃ ভোটকুশলী হিসেবে তাঁকে চেনে গোটা দেশ। পশ্চিমবঙ্গের মানুষের কাছেও তিনি অতি পরিচিত। একুশের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ‘কামাল’ দেখে রাজ্যবাসী। এবার সেই ব্যক্তিই নামছেন ভোট ময়দানে। তার আগে বিহারবাসীকে বিরাট প্রতিশ্রুতি দিলেন পিকে।
মদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, ঘোষণা পিকে-র (Prashant Kishor)!
বিহারে যে জন সুরজ যাত্রা হয়েছিল, সেটাকেই রাজনৈতিক দলে রূপান্তরিত করেছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। দুঁদে এই ভোটকুশলীর পার্টির নাম জন সুরজ। আগামী বছর বিহারের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে তাদের। এবার ভোট ময়দানে নামার আগেই বিরাট প্রতিশ্রুতি দিলেন পিকে। ক্ষমতায় আসলে কয়েক ঘণ্টার মধ্যে ‘ড্রাই স্টেট’ বিহারে মদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানালেন তিনি।
পিকে আগেই জানিয়েছিলেন, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন আনুষ্ঠানিকভাবে তাঁর দলের নাম ঘোষণা করা হবে। ইতিমধ্যেই নতুন রাজনৈতিক দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই আবহে ক্ষমতায় এলে বিহারের আবগারি নীতি (Excise Rule) বদলে ফেলার প্রতিশ্রুতি দিলেন প্রশান্ত কিশোর।
আরও পড়ুনঃ রান্নার গ্যাস নিয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের! সমস্যায় পড়ার আগেই সবটা জানুন!
আনুষ্ঠানিকভাবে জন সুরজ দলের (Jan Suraaj Dal) আত্মপ্রকাশের আগেই পিকে জানালেন, তাঁরা যদি রাজ্যের ক্ষমতায় আসেন তাহলে কয়েক ঘণ্টার মধ্যে মদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তাঁর দাবি, এই নিষেধাজ্ঞা জারি করে সরকারের লাভ হওয়া তো দূর, উল্টে ক্ষতি হয়েছে। বিশ্বের একাধিক দেশ এমন নিয়ম আনলেও তাতে আখেরে লাভ কিছুই হয়নি।
প্রশান্ত কিশোরের কথায়, ‘নীতিশ কুমার ও তাঁর অনুগামীরা বলছেন, গান্ধীজি একথা (মদ নিষিদ্ধ করা) বলেছেন। আমি বিগত ২ বছর ধরে বলে আসছি, এখনও বলছি, গান্ধীজি যদি কোথাও বলে থাকেন সরকার একটি আইন বানিয়ে মদ নিষিদ্ধ করুক, আমায় দেখাতে পারলে আমি নীতিশ কুমারে চরণ স্পর্শ করে ক্ষমা চাইতে রাজি’।
২০২৫ বিহার বিধানসভা নির্বাচন পিকের দলের প্রথম বড় পরীক্ষা। তা নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই দুঁদে ভোটকুশলী। প্রশান্ত কিশোরের দাবি, আগামী বিধানসভা ভোটে নীতিশ কুমারের দল ২০টি আসনও পাবে না। কারণ হিসেবে বলেন, ‘যে অন্য দলকে নির্বাচনে জয়ী করতে পারে, সে নিজের দলকে জেতাতে পারবে না?’