দক্ষ নয়! অভিষেককে ‘Bad Stock’ আখ্যা প্রশান্ত কিশোরের, অস্বস্তিতে তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন ২০২৪ এর প্রস্তুতি তুঙ্গে। শাসক, বিরোধী প্রত্যেকেই এখন নিজ নিজ প্রচারে ব্যস্ত। লোকসভা নির্বাচনক পাখির চোখ করে রণ কৌশল সাজাচ্ছে সকলেই। বিশেষ করে শাসক দল বিজেপি তার কুর্সি বজায় রাখতে সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধী দলনেতাদের নিয়ে কী মনে করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)?

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই নিজের নিজের স্ট্র্যাটেজি সাজাচ্ছে দলগুলি। শাসকদল গেরুয়া শিবিরের প্রচার স্ট্র্যাটেজি যে অলমোস্ট সারা সেকথা বলাই বাহুল্য। বিরোধীরা যত চেষ্টাই করুক না কেন, ‘আবকি বার মোদী সরকার’ সেটা বেশ ভালোই বুঝতে পারছে দেশবাসী। আর এসবের মাঝেই ফের একবার চর্চায় ভোট কুশলী প্রশান্ত কিশোর।

এর আগে ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে তার মগজাস্ত্রকে কাজে লাগিয়েই বাংলা জয় করেছে তৃণমূল কংগ্রেস। এখন যদিও তিনি তার কোম্পানির থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তবুও তার মগজ তো আর থেমে নেই। সামনে লোকসভা নির্বাচনে আগে পিকের মগজে কী চলছে? বিজেপি বিরোধী দলগুলির কে কতটা শক্তি ধরে? আর PK-র নজরে কে গুড ফর নাথিং?

আরও পড়ুন : ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন মসজিদ, সেই আদবানিকেই ভারতরত্ন খেতাব! রেগে বোম মুসলিম পক্ষ

সম্প্রতি প্রশান্ত কিশোরের একটি পডকাস্ট ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে তাকে দেশের শাসকদলের বিরোধী কিছু উঠতি নেতা মন্ত্রীদের নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। পিকের আলোচনায় রয়েছেন রাঘব চাড্ডা, উমর আবদুল্লাহ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। তবে অবাক করা বিষয় হল, এই কারোর সম্পর্কেই কোনও উজ্জ্বল ভবিষ্যতের বাণী শোনাননি তিনি। বরং তার কথায়, এরা প্রত্যেকেই ‘ব্যাড স্টক’।

আরও পড়ুন : লোকসভা নির্বাচনের আগেই পদত্যাগ দেবের, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

এইদিন এক সাক্ষাৎকারে উদয় স্টালিন, জগন রেড্ডি, অখিলেশ, অভিষেক ব্যানার্জী, ওমর আবদুল্লাহ, রাঘব চাড্ডার মধ্যে কে সেরা একজনকে বেছে নিতে বলা হয় প্রশান্ত কিশোরকে। জবাবে তিনি যা বলেন তা যে সত্যিই অবাক করা তা আর বলার অপেক্ষা রাখেনা। কোনও রাখঢাক না রেখেই তিনি বলেন, এরা হচ্ছে পাত্রে লাগানো গাছ। আমাকে ১০টি খারাপ স্টকের থেকে একটিকে বাছতে বলা হচ্ছে। এদের মধ্যে কেউই না।’ অর্থাৎ এক কথায় তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে, এদের কাউকেই তিনি দক্ষ রাজনীতিবিদ বলে মনে করেননা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর