শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রশান্ত কিশোর, পাল্টা জবাব দিলেন মুকুল রায়

বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন রাজনীতিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সবুজ শিবিরের ছত্রছায়া ত্যগা করে বিজেপিতে যোগদান করার পর তাঁর বিরুদ্ধে মুখ খুললনে ঘাসফুলের ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)।

দল বদলের পূর্বে শুভেন্দুর সঙ্গে কয়েকবার বৈঠকে বসলেও, তখন কোন অভিযোগ না থাকলেও, এখন দল বদলের পর শুভেন্দুর বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে শোনা যায় তাঁর মুখে। বুধবার এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে শুভেন্দু প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেন, ‘ওনাকে দলের যুব সভাপতি পদ থেকে সরানো হয়েছিল, একথা যেমন ঠিক, তেমনি তাঁকে দলের একটি বৃহৎ দায়িত্বও দেওয়া হয়েছিল’।

ipp2qbro prashant kishor

পিকে আরও বলেন, ‘উচ্চাকাঙ্খা থাকা ভালো, তবে কখনই নিজের ওজন সম্পর্কে মানুষের ভ্রম থাকা উচিত নয়। তবে অনেক সময় অনেকেই মনে করতে পারেন, যে তাঁর উচ্চাকাঙ্খার বশে দলের ক্ষতি হবে, সেটা কিন্তু কখনই হয় না’।

এরপরই অমিত শাহের সঙ্গে শুভেন্দুর যোগাযোগ প্রসঙ্গে পিকে বলেন, ‘শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করেছেন ২০১৪ সাল থেকে তাঁর সঙ্গে অমিত শাহের যোগাযোগ রয়েছে। সেক্ষেত্রে নিজেকে যদি কেউ মমতা ব্যানার্জীর জায়গায় বসান, তাহলেই বুঝতে পারবেন তাকে ঠাকানো হয়েছে। আমরা সবটা বুঝতে পারার পরই, তাঁকে সাংগঠনিক কিছু দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এখন আমরা যে ভুল নই, সেটাও প্রমাণ করতে পেরেছি’।

bvvbvkvkzv

পিকের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, ‘শুভেন্দু যখন অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন, তখন তিনি একজন লোকসভার সাংসদ ছিলেন। এক দলের নেতার অন্য দলের নেতার সঙ্গে দেখা করাটা অন্যায় নাকি? মমতা ব্যানার্জীও তো কত বিজেপি নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করেছেন’।


Smita Hari

সম্পর্কিত খবর