বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর (prashant kishore)। করোনার কারণে অনাথ শিশুদের সাহায্য ঘোষণার পরই, ‘মোদীর নিজস্ব ধাঁচের মাস্টারস্ট্রোক’ বলে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর। ট্যুইটে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে।
Prime Minister announced that all children who have lost both parents or guardian due to #COVID19 will be supported under ‘PM-CARES for Children’ scheme. Such children to get a monthly stipend once they turn 18 and a fund of Rs 10 lakh when they turn 23 from PM CARES: PMO
— ANI (@ANI) May 29, 2021
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার কারণে অনাথ হওয়া শিশুদের জন্য বড় ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, ‘করোনার কারণে মাতা-পিতাহারা সন্তানদের ‘PM CARES FOR CHILDREN’ যোজনার অন্তর্গত করে তাঁদের শিক্ষা এবং শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করা হবে। অনাথ বাচ্চারা ১৮ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা, ১৮ বছর হয়ে গেলে উচ্চ শিক্ষার জন্য বিনা সুদে ঋণ এবং ২৩ বছর বয়সে পিএম কেয়ার্স থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা করা হবে’।
কিন্তু প্রধানমন্ত্রী মোদীর এই সাহায্যের ধরণ একেবারেই না পসন্দ প্রশান্ত কিশোরের। ট্যুইটে আবারও আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদীকে। তিনি ট্যুইটে লেখেন, ‘সংবিধানে বিনামূল্যে শিক্ষার অধিকার দেওয়ার কথা বলা আছে। তবে প্রধানমন্ত্রী মোদীর থেকে সেই প্রতিশ্রুতি পাওয়ার পর, তো শিশুদের তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তারউপর যে আয়ুষ্মাণ ভারত প্রকল্পে ইতিমধ্যেই ৫০ কোটি দেশবাসীর স্বাস্থ্যবিমার দায়িত্ব নেওয়া হয়েছে, তার মধ্যে এই শিশুদের স্বাস্থ্যবিমা নিশ্চিত করা হয়েছে। কিন্তু দরকারের সময় হাসপাতালের বেড বা অক্সিজেন কিছুই পাওয়া যায়নি’।
https://twitter.com/PrashantKishor/status/1398867135129026561
এখানেই শেষ নয়, মোদী সরকারকে কটাক্ষ করে বলেন, ‘এটাই হল ‘মোদীর নিজস্ব ধাঁচের মাস্টারস্ট্রোক’। করোনার কারণে বাবা মাকে হারিয়ে এখন দিশেহারা অবস্থা শিশুদের। কিন্তু তাঁরা এখন শুধু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়েই থাকুক, আর সাহায্য পাওয়ার জন্য ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকুক’।