বাংলায় বিজেপিই জিতছে স্বীকার করল প্রশান্ত কিশোর! ফাঁস হল মিটিংয়ের অডিও ক্লিপ

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দফার ভোটের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ ফাঁস করেছিলেন বিজেপি নেতা প্রলয় পাল। আর এবার চতুর্থ দফা ভোটের দিনে আরও একটি অডিও ক্লিপ ফাঁস করল বিজেপি। এবার ভোট কুশলী প্রশান্ত কিশোরের অডিও ক্লিপ ফাঁস করল বিজেপি। ওই অডিওতে প্রশান্ত কিশোর স্বীকার করেছেন যে, এবার নির্বাচনে বিজেপিই জিতছে।

তিনি ব্যাখ্যা করেছেন যে, বাংলার নির্বাচনের যেভাবে মেরুকরণের সৃষ্টি হয়েছে তাঁরা মতুয়া, তফসিলিদের ভোট বিজেপিতে পড়ছে। তিনি এও বলছেন যে, রাজ্যের মানুষের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে।  প্রশান্ত কিশোরের এই অডিও বার্তা ফাঁস হওয়ার পর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে, আমাদের পক্ষে এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

https://twitter.com/ManjanRanjan/status/1380717518856224769

ওই অডিও বার্তায় ভোটকুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন যে বাংলায় নরেন্দ্র মোদীর নামেই ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে ব্যাপক ভাবে মোদীর হাওয়া চলছে। তিনি বলেছেন যে, বাংলায় হিন্দুত্ব, তফসিলি জাতি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওনাকে এটাও বলতে শোনা গিয়েছে যে, এবারের ভোটে শুভেন্দু অধিকারী কোনও ফ্যাক্টরই না।

তিনি দাবি করেছেন যে, ১ কোটির বেশি অবাঙালী ভোট বিজেপির ঝুলিতে যাচ্ছে। এছাড়াও তফসিলি ভোট এবং ৭৫ শতাংশ মতুয়া ভোটও বিজেপি পাচ্ছে বলে দাবি করেছেন তিনি। ভোট কুশলী প্রশান্ত কিশোর আরও দাবি করেছেন যে, ১০ থেকে ১৫ শতাংশ বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে। এছাড়া তিনি বলেন যে, বিজেপির সংগঠন নেই বলে যে ধারণা ছিল রাজনৈতিক দলের মধ্যে, তা সম্পূর্ণ ভ্রান্ত।

বলে রাখি, এর আগে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন যে বিজেপি বাংলার বিধানসভা নির্বাচনে ১০০-র কম আসন পাচ্ছেন। আর তিনি এও বলেছিলেন যে, ১০০-র বেশি আসন যদি বিজেপি পায়, তাহলে তিনি নিজের কাজ ছেড়ে দেবেন। আর এখন ওনার এই অডিও ক্লিপ ফাঁস হওয়ায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য করে গিয়েছে।

 


Koushik Dutta

সম্পর্কিত খবর