‘২০২৪-এ আসল খেলা হবে’, ফেসবুকে বিস্ফোরক প্রশান্ত কিশোর! কাকে কটাক্ষ? তুঙ্গে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে কালই। ৫টি রাজ্যের মধ্যে ৪টিতেই মসনদ দখল করেছে বিজেপি। এর মধ্যেই এক বিস্ফোরক দাবি করতে দেখা গেল ভোটকুশলী প্রশান্ত কিশোরকে।

একুশের বঙ্গ বিধানসভায় পিকে ম্যাজিক কারও অজানা নয়। দেশের রাজনৈতিক যুদ্ধের অন্যতম এক মহারথী তিনি। আইপ্যাক কর্তা এদিন ফেসবুকে একটি পোস্ট লিখে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন। যা সত্যি হলে কার্যতই সম্পুর্ণ উলটে যাবে জাতীয় রাজনীতির চাকা।

এদিন প্রশান্ত কিশোর নিজের ফেসবুকে লেখেন, ‘ভারত দখলের যুদ্ধ ২০২৪ সালেই লড়া হবে। কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে নয়।’ একই সঙ্গে তিনি আরও লেখেন, ‘সাহেব এই কথাটি খুব ভালো করেই জানেন। সেই কারণেই বিরোধীদের মানসিকভাবে দূর্বল করে দেওয়ার লক্ষ্যে এই নির্বাচনের ফলাফলকে ঘিরে এত মাতামাতি করা হচ্ছে। এই মিথ্যে প্রচারের ফাঁদে পা দেবেন না বা এই মিথ্যে প্রচারের অংশ হবেন না।’

Screenshot 2022 03 11 at 12.03.55 PM

দুঁদে ভোট কুশলীর এই পোস্ট যে অত্যাধিক মাত্রায় ইঙ্গিত পূর্ণ তা বলাই বাহুল্য। এই পোস্টকে ঘিরে কার্যতই তোলপাড় জাতীয় রাজনৈতিক মহল। একুশের বিধানসভা নির্বাচনের পিকের হাত ধরেই ঝুলিতে ঐতিহাসিক জয় এনেছে তৃণমূল। তার আগে ২০১৪ সালে মোদীর দিল্লি দখলের পিছনেও এই পিকেই। চলতি বছরে একাধিকবার কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলেও শেষ অবধি পিছিয়ে এসেছেন প্রশান্ত। দলের পরামর্শদাতা হিসেবে তাঁর বদলে সুনীল কানুগুলুকে নিয়োগ করেছে কংগ্রেস। সম্প্রতি তৃণমূলের হয়েই কাজ করছেন প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক। মাঝখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর মতানৈক্যের আভাস পাওয়া গেলেও সম্প্রতি একই মঞ্চে দেখাও গিয়েছে দুজনকে। এমনকি জল্পনায় জল ঢেলেছেন পিকে নিজেই।

ওই ফেসবুক পোস্টটিতে ‘সাহেব’ বলতে যে নরেন্দ্র মোদীকেই বুঝিয়েছেন পিকে তেমনটাই মত অনেকের। তাঁর দাবি, বিরোধীদের মানসিক ভাবে দুর্বল করে মনের জোর ভেঙে দিতেই রাজ্যের নির্বাচন নিয়ে এত নাচানাচি করছে বিজেপি। এই পোস্টে কি তবে ২০২৪ এ মমতারই দিল্লি দখলের ইঙ্গিত দিলেন আই প্যাক কর্তা? ২০২১ সাল অবধিই তৃণমূলের সঙ্গে চুক্তি ছিল আই প্যাক এবং পিকের। ২০২৪ এর জন্য চুক্তি এতদিন অবধি করা হয়নি৷ তবে কি গোপনে তাঁর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সাক্ষর করে ফেলেছে ঘাসফুল শিবির? সেই কারণেই সরাসরি মমতার নাম না নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন তিনি? এই সমস্ত প্রশ্নকে ঘিরেই উত্তাল জাতীয় রাজনীতি। কবে মিলবে এই প্রশ্নের উত্তর, সেদিকেই তাকিয়ে দেশ।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর