নিষ্ঠাবান কর্মীদেরকে প্রার্থী বাছা হবে, পরামর্শ তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটে  খারাপ ফলাফলের পর ডেমেজ কন্ট্রোল করতে  ভোট কৌশলী হিসাবে তৃণমূল কংগ্রেসের হাত ধরেছিলেন প্রশান্ত কিশোর৷ তাঁর জাদুতে তৃণমূল অনেক জায়াগাতেই হারানো গদি ফিরে পেয়েছে৷ সবথেকে বড় উদাহরণ হল সম্প্রতি করিমপুর, খড়্গপুর ও কালিয়াগঞ্জের উপ-নির্বাচনের ফলাফল৷ এছাড়া হালিশহর, নৈহাটি, হরিণঘাটা, গারুলিয়া সহ  বেশ কয়েকটি পুরসভা যেগুলি তৃণমূলের হাতছাড়া হয়ে গিয়েছিল, সেগলি পুনর্দখল করতে পেরেছে ঘাসফুল শিবির৷

pk

নতুন বছরে এবার  রাজ্যে আসন্ন পুরভোটের ময়দানে ঘুঁটি সাজাতে প্রস্তুত হতে চলেছে তৃণমুল কংগ্রেস৷ আর সেই কাজটি  তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের হাত ধরেই শুরু হতে চলেছে৷ পুরসভা ভোটে কারা দল থেকে টিকিট পাবেন তা ঠিক করবেন প্রশান্ত কিশোর৷ যে সমস্ত কর্মীরা  নিজের দায়িত্ব বুঝে কাজ করতে পারবেন, কাজের প্রতি নিষ্ঠা রেখে মানুষের জন্য কাজ করে যেতে পারবেন, তাঁদেরকেই টিকিট দেওয়ার পরামর্শ প্রশান্ত কিশোরের৷   যে সমস্ত নেত-কর্মীরা  এলাকায় ভালো সংগঠক হিসাবে কাজ করেছে, সাধারণ মানুষ কাকে চাইছে, যে আছেন তাঁকেই আবার চান কিনা সব বিষয়টি খুঁটিয়ে দেখা হবে৷ মানুষ যাঁদের চাইছে, তাঁরাই সুযোগ পাবেন পুরভোটের ময়দানে লড়াই করবার৷

কে ভালো কাজ করছে, তা প্রত্যক্ষ করতে পিকে নিজে রাজ্যের প্রায় প্রতিটি পুরসভা ঘুরে দেখবেন৷  পুরসভাগুলির প্রতিটি ওয়ার্ড-ব্লকে পরিদর্শন করা হবে প্রয়োজনে৷যা বোঝা যাচ্ছে , বেশ শক্ত হাতেই হাল ধরেছেন পিকে পুরভোটে বিরোধীদের রুখতে৷

আসন্ন ভোটের জন্য নতুন দল গড়বেন পিকে৷ বুথভিত্তিক রণকৌশল তৈরি করতে নতুন বছরের প্রথম থেকেই উঠে পড়ে লাগবেন তিনি৷  এনআরসি ও সিএএ, উভয়কে হাতিয়ার করে,২০২০ সালের পুরসভা এবং ২০২১ সালের বিধানসভায় লড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল৷ এই পথের দিশা দেখিয়েছেন তৃণমূলের নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর৷

 

 

সম্পর্কিত খবর