বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল ১ জুন সপ্তম ও শেষ দফায় লোকসভা নির্বাচন (Loksabha Vote)।তার দুদিন পর সামনে আসবে ফলাফল। কারও কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই আর কারও কাছে ছিনিয়ে নেওয়ার। লোকসভা নির্বাচন শুরুর আগে থেকেই বারংবার ফলাফলের পূর্বাভাস দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন পিকে। ২০২৪ লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করতে চলছে বিজেপি (BJP)। এই কথা উঠে এসেছিল ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kisore) ভবিষ্যদ্বাণীতে। কখনও আবার এই মাস্টারমাইন্ড দাবি করেছিলেন বাংলায় একনম্বর দল হবে বিজেপি।
ভোটের শেষলগ্নে এসেছে এবার কোন কোন রাজ্যে এবার বিজেপি খারাপ ফল করবে, তা নিয়ে এবার পিকের মতামত প্রকাশ্যে এল। প্রশান্ত কিশোর অবশ্য আগেই জানিয়েছিলেন, বিজেপি এককভাবে ৩৭০ আসন পাচ্ছে না। তবে বিজেপি ২৭০-এর নীচেও নামবে না।
পিকের কথায়,’দেশে সর্বত্র আজ দুর্নীতি। কোথায় দুর্নীতি নেই? নেতারা কোথায় মিথ্যা বলছেন না? তা সত্ত্বেও, আজ বিহারের যা পরিস্থিতি, দেশের অন্য কোনও রাজ্যে তেমন পরিস্থিতি নেই। তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্য থেকে বিহারে এসে শ্রমিক হিসেবে কাজ করছেন কেউ? কিন্তু এখানে বিহারের মানুষ পশুর মতো ট্রেনে বোঝাই হয়ে কাজ করতে যাচ্ছে।”
স্পষ্ট করেই প্রশান্ত কিশোর জানিয়েছেন, বিজেপি ৩৭০ আসন হয়ত পাবে না, ২৭০ আসনের কমও হবে না। উল্লেখ্য, ২০১৯ সালে ৩০৩টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। এবারও তার আশপাশেই থাকতে পারে বলে মত পিকের।
তার কথায়, ‘এখানে দেখতে হবে ২০১৯ সালে কোন কোন এলাকায় বিজেপি বেশি আসন পেয়েছিল। ৩০৩টির মধ্যে ২৫০টিই ছিল উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে। এই রাজ্যগুলিতে ৫০টির বেশি আসনে কী হারতে পারে বিজেপি? এই সমস্ত বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।’
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে কমবে গরম! আজ থেকে টানা বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়: আবহাওয়ার খবর
ভোট কুশলীর মতে, পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলি যেমন, বিহার, তামিলনাড়ু, তেলঙ্গানা, কেরালা, ওড়িশা, বাংলা এবং অন্ধ্র প্রদেশে বিজেপির কাছে ৫০টি আসন রয়েছে। এর মধ্যে কয়েকটি রাজ্যে বিজেপির আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।