‘আমি BJP-র পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরব …” প্রশান্ত কিশোরের মন্তব্যে তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্ক : আরও একবার সংবাদের শিরোনামে প্রশান্ত কিশোর (Prashant Kishor)। এদিন সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দিকে। পিকে বললেন, ‘বিহারের (Bihar) উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী একটা মিটিং করুন। তারপর থেকে আমি বিজেপির পতাকা নিয়ে ঘুরব।’ পিকের এই মন্তব্যের পরই শুরু হয়েছে তীব্র গুঞ্জন।

বিহারের রাজনৈতিক জমি দখল করতে চান প্রশান্ত কিশোর। তাঁর ইদানিং কালের কাজকর্মে এই বিষয়টি মোটামুটি পরিষ্কার। বিহারের রাজনৈতিক পরিস্থিতি বরাবরই টালমাটাল। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডির সঙ্গে জোট করে ৮বারের জন্য মুখমন্ত্রীর আসনে বসেছেন নীতিশ কুমার। তিনি মাঝেমধ্যেই তোপ দাগছেন মোদি সরকারকে। আর এর পাল্টা জবাব হিসাবে মাঝে মধ্যেই সিবিআই-ইডি হানা দিচ্ছে বিধায়কদের বাড়িতে। এই চিত্র খুবই সাধারণ। এরই মধ্যে পিকে কখনও নীতিশকে, কখনও মোদিকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন।

pk

এদিন প্রশান্ত কিশোরের নিশানা সরাসরি নরেন্দ্র মোদিই। পিকে বলেন, ‘২০১৪ সালে ক্ষমতায় বসেছেন মোদি। কিন্তু তিনি বিহারের জন্য কী করেছেন? বিহারে কতটা উন্নয়ন তিনি করেছেন তা সাধারণ মানুষ ভালোভাবেই জানে। মোদির যদি সাহস থাকে, তাহলে একটা মিটিং করুন শুধু বিহারের উন্নয়ন নিয়ে। তিনি যদি তা করতে পারেন, তাহলে আমি এবার থেকে বিজেপির পতাকা নিয়ে ঘুরব। তিনি আরও দাবি করেন, ‘বিহার থেকে ৪০ জনের মধ্যে ৩৯ জন সাংসদ মোদিকে সমর্থন করেছিলেন। তার বদলে কি আমরা একটা মিটিং পেতে পারি না?’

সম্প্রতি বিহারে ‘জন সুরয যাত্রা’ শুরু করেছন প্রশান্ত কিশোর। এই যাত্রা ইতিমধ্যেই ১১০ দিক সম্পূর্ণ করেছে। এর মঞ্চ থেকেই বারবার প্রশান্ত কিশোর আক্রমণ শানাচ্ছেন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। রেহাই পাচ্ছে না বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। এমনকি নীতিশ কুমারকে বিজেপির ‘বি-টিম’ বলেও মাঝে মধ্যেই উল্লেখ করেন পিকে।

Sudipto

সম্পর্কিত খবর